ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সামান্য ঘটনাকে কেন্দ্র করে আখাউরা সীমান্তে উত্তেজনা

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১৩

আগরতলা(ত্রিপুরা): বুধবার সামান্য ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় আখাউরা সীমান্তে। পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হলেও এ ঘটনার জেরে গোটা দিন বন্ধ থাকে সীমান্তের বাণিজ্য।



আখাউরা সীমান্তে ভারতীয় অংশে নির্মাণ কাজের সঙ্গে যুক্ত রয়েছে দ্বারকা কনস্ট্রাকশন নামের একটি সংস্থা। তাদের কর্মীরা বুধবার সকালে একটি শুভেচ্ছা স্মারক লাগাতে যায় সীমান্তে। এ সময় গোটা সীমান্ত এলাকায় উত্তেজনা ছড়িয়ে পরে। পরে অবশ্য, দু’পক্ষের বৈঠকের মধ্য দিয়ে অবস্থা স্বাভাবিক হয়।

কিন্তু এ ঘটনার জেরে বুধবার দিনভর সীমান্ত বাণিজ্য বন্ধ থাকে আখাউরাতে। এমনিতেই ডলারের তুলনায় ভারতীয় টাকার দাম পড়ে যাওয়ায় সীমান্ত বাণিজ্য তলানিতে এসে ঠেকেছে। তার উপর বুধবার সামান্য ব্যাপার নিয়ে উত্তেজনা ছড়ানোয় ক্ষুব্ধ সীমান্ত এলাকার সাধারণ ব্যবসায়ীরা।

বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৩
তন্ময়/আরআই/জিসিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।