ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

চূড়ান্ত সীমা বেঁধে দিয়ে বিশ্ব চুপ থাকতে পারে না

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২২ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১৩
চূড়ান্ত সীমা বেঁধে দিয়ে বিশ্ব চুপ থাকতে পারে না

ঢাকা: মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, রাসায়নিক অস্ত্র হামলা হলে পদক্ষেপ নেওয়া হবে এমন চূড়ান্ত সীমা তিনি বেঁধে দেননি, আন্তর্জাতিক সম্প্রদায়ই এই সীমা বেঁধে দিয়েছে। সুতরাং চুড়ান্ত সীমা বেধে দিয়ে বিশ্ব চুপ থাকতে পারে না।



বৃহস্পতিবার রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে শুরু হতে যাওয়া উন্নত দেশগুলোর জোট জি-২০ সম্মেলনে যোগ দেওয়ার আগে বুধবার স্টকহোমে সুইডেনের প্রধানমন্ত্রী ফ্রেড়রিক রিনফেল্ডের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

অর্থনৈতিক ও আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে বৃহস্পতিবারের সম্মেলন হওয়ার কথা থাকলেও সিরিয়া বিষয় নিয়েই জি-২০ সম্মেলনে তুমুল আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে। আর ইতোমধ্যেই সিরিয়া অভিযানের মিত্র খুঁজতে তৎপরতা শুরু করেছে যুক্তরাষ্ট্র। সে লক্ষ্যে বুধবারের সংবাদ সম্মেলনেও নিজেদের অভিযানের পক্ষে সমর্থন আদায়ে এমন বক্তব্য দিলেন ওবামা।

ওবামা বলেন, ‘ঘৃণ্য’ ‍রাসায়নিক অস্ত্র ব্যবহারের পর বিশ্ব সম্প্রদায়ের উচিত হবে তাদের নিজের চূড়ান্ত সীমায় দাঁড়িয়ে থাকা। কারণ, বিশ্বই চূড়ান্ত সীমা বেঁধে দিয়েছিল যে কেউ রাসায়নিক অস্ত্র ব্যবহার করলে তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে।

তিনি বলেন, রাসায়নিক অস্ত্র ব্যবহারের প্রমাণ থাকা সত্ত্বেও আমরা চুপ থাকতে পারি না। তাহলে বিশ্ব সম্প্রদায়ের বিশ্বাসযোগ্যতা প্রশ্নের সম্মুখীন হবে।

আগামী সপ্তাহে দ্বিকক্ষ বিশিষ্ট মার্কিন পার্লামেন্ট কংগ্রেসে সম্ভাব্য অভিযান প্রস্তাবের ওপর ভোট গ্রহণ হবে। এ লক্ষ্যে মঙ্গলবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের সিনেটের পররাষ্ট্র বিষয়ক পরিষদ অভিযান চালানোর বিষয়ে একটি প্রস্তাবের ওপর ঐকমত্য পোষণ করেছে। এই প্রস্তাবটিই আগামী ৯ সেপ্টেম্বরের অধিবেশনে উত্থাপন করা হবে।

সিনেটর পরিষদের প্রণীত খসড়া প্রস্তাবে ৬০ দিনের সীমিত অভিযানের কথা বলা হয়। তবে একেবারে ৩০ দিনের অভিযানের পর কংগ্রেসের অনুমোদন সাপেক্ষে পরবর্তী সময়ে প্রয়োজনে আরও ৩০ দিন অভিযান চালানোর কথা প্রস্তাব করে সিনেট। এছাড়া, অভিযানে কোনো ধরনের স্থল অভিযান চালানো হবে না বলে উল্লেখ করা হয় প্রস্তাবে।

সাংবিধানিকভাবে পার্লামেন্টের অনুমোদন না নিয়ে সামরিক অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকলেও কেন কংগ্রেসের অনুমোদন চাওয়ায় তার বিশ্বাসযোগ্যতা প্রশ্নবিদ্ধ হবে কিনা এমন এক প্রশ্নের জবাবে ওবামা বলেন, ‘আমার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন নয়, এখানে আন্তর্জাতিক সম্প্রদায়ের বিশ্বাসযোগ্যতার ব্যাপার জড়িত। ’

ওবামা বলেন, আমি বিশ্বাস করি কংগ্রেস সিরিয়ার বিরুদ্ধে সামরিক অভিযানের প্রস্তাবে সমর্থন দেবে।

এর আগে, যথেষ্ট প্রমাণ ছাড়া সিরিয়ার বিরুদ্ধে কোনো ধরনের অভিযান প্রস্তাব জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উত্থাপিত হলে তাতে ভেটো দিবে বলে জানায় রাশিয়া।

বুধবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলোকে হুঁশিয়ারি দিয়ে বলেন, একপাক্ষিক হামলা চালানো হলে রাশিয়াও পরবর্তী প্রতিক্রিয়া দেখানোর কথা বিবেচনা করবে।

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৩
এইচএ/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।