ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সামরিক হস্তক্ষেপে সিনেট কমিটির অনুমোদন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১৩
সামরিক হস্তক্ষেপে সিনেট কমিটির অনুমোদন

ঢাকা: সিরিয়ায় কথিত রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগের প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপের অনুমোদন দিল দেশটির বৈদেশিক সম্পর্ক বিষয়ক সিনেট কমিটি।  

এ ব্যাপারে পুরো সিনেটের সমর্থনের জন্য সামরিক হস্তক্ষেপের প্রস্তাব সামনের সপ্তাহে দেশটির কংগ্রেসে তোলা হবে।

সেখানে এ প্রস্তাবের সমর্থনে ভোটগ্রহণ করা হবে।  

এ প্রস্তাব অনুসারে সিরিয়ায় ৬০ দিনের জন্য সামরিক অভিযান চালানো যাবে। পরে অনুমোদনের শর্তসাপেক্ষে এ অভিযান ৩০ দীন দীর্ঘায়িত করা যাবে। তবে সামরিক অভিযানে যুক্তরাষ্ট্রের স্থল বাহিনী অংশগ্রহণ করতে পারবে না।

দেশটির প্রেসিডেন্ট বারাক ওবামা সিরিয়ায় সামরিক হস্তক্ষেপের ব্যাপারে স্বদেশ ও বিশ্বের সমর্থন পেতে নিরলস প্রচেষ্টা চালাচ্ছেন।

ওবামা বুধবার সিনেটের একটি অংশের সমর্থন পেলেও এ ব্যাপারে পুরো সিনেটের সিদ্ধান্ত এখনও দোলায়মান অবস্থায়। এক্ষেত্রে কংগ্রেসের অনুমোদনও প্রয়োজন হবে।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে যতদূর পর্যন্ত জানা গেছে, ২৩ জন মার্কিন সিনেটর জানিয়েছেন, এ অনুমোদনের সাপেক্ষে তাদের সমর্থন রয়েছে। ১৬ জন সিনেটর জানিয়েছেন, এ অনুমোদনে তাদের সমর্থন নেই। তবে এখন পর্যন্ত ৬১ জন সিনেটরের সিদ্ধান্ত জানা যায়নি।

এদিকে ফ্রান্স সরকার এই সামরিক হস্তক্ষেপকে সমর্থন করেছে। এবং এটা নিয়ে দেশটির সংসদে একটি বিতর্কও অনুষ্ঠিত হয়েছে। যদিও সংসদ সদস্যদের ভোটগ্রহণ ছাড়াই দেশটির প্রেসিডেন্ট ক্ষমতাবলে সামরিক হস্তক্ষেপ চালাতে পারে।

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরুদ্ধে দেশটির বেসামরিক নাগরিকদের ওপর রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগের ৩০ মাস হতে চলল। এর মধ্যে সাম্প্রতিক সময়ে ২১ আগস্ট তার বিরুদ্ধে দামেস্কের উপকণ্ঠে রাসায়নিক অস্ত্র ব্যবহারে সহস্রাধিক মানুষ নিহতের অভিযোগ আনা হয়।

এদিকে বুধবার স্টকহোমে সুইডেনের প্রধানমন্ত্রী ফ্রেড়রিক রিনফেল্ডের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ওবামা বলেন, ‘রাসায়নিক অস্ত্র হামলা হলে পদক্ষেপ নেওয়া হবে এমন কোন চূড়ান্ত সীমা (রেড লাইন) তিনি বেঁধে দেননি, আন্তর্জাতিক সম্প্রদায়ই এই সীমা বেঁধে দিয়েছে। সুতরাং চূড়ান্ত সীমা বেঁধে দিয়ে বিশ্ব চুপ থাকতে পারে না। ’
তিনি আরও বলেন, ‘ইরাকের হামলার মতো ভুল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিরিয়া হামলা করা হবে না। ’

ওবামা বিশ্বাস করেন কংগ্রেস এ হস্তক্ষেপের বিষয়ে পুরোপুরি সমর্থন দিবে।

বাংলাদেশ সময়: ১১৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৩
কেএইচকিউ/বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।