ঢাকা: গোপন তথ্য দেওয়ার অপরাধে ৩৫ বছর কারাদণ্ড প্রাপ্ত যুক্তরাষ্ট্রের সাবেক সেনাসদস্য চেলসি ম্যানিং প্রেসিডেন্টের ক্ষমা প্রার্থনা করেছেন।
গোপন তথ্য ফাঁস করে বিশ্বজুড়ে আলোচিত হন ম্যানিং।
২০০৭ সালে মার্কিন সামরিক বাহিনীতে যোগ দেন ম্যানিং। ২০০৯ সালে বাগদাদে মার্কিন একটি সেনা ঘাঁটিতে দায়িত্ব পড়ে তার। মার্কিন গোপন নথিপত্র স্থানান্তরের দায়িত্বের সঙ্গে তার সম্পৃক্ততা ছিল। এ সুযোগটি কাজে লাগিয়ে স্পর্শকাতর অসংখ্য গোপন নথিপত্র আলোচিত ওয়েবসাইট উইকিলিকসকে দিয়ে দেন তিনি।
ম্যানিংয়ের আইনজীবী ডেভিড কুম্ব তার শাস্তিহ্রাসের প্রার্থনাপত্র মঙ্গলবার বিচার বিভাগের মাধ্যমে প্রেসিডেন্ট বারাক ওবামা ও দেশটির আর্মি সেক্রেটারি জন ম্যাকহিউয়ের কাছে পাঠিয়েছেন।
হোয়াইট হাউস গতমাসে জানিয়েছিল অন্য সবার ক্ষেত্রে এ ধরনের প্রার্থনাপত্র যেভাবে গৃহীত ও বিবেচিত হয় ম্যানিংয়ের ক্ষেত্রেও তাই হবে।
প্রার্থনাপত্রে ম্যানিং লিখেছেন, ‘২০১০ সালে আমি যে সিদ্ধান্ত নিয়েছিলাম, তা আমার দেশ ও আমরা যে বিশ্বে বাস করি তার জন্য উদ্বেগজনক হতে পারে তা ভেবে দেখিনি। ’
ম্যানিং জানান, তার সে সময়ের সিদ্ধান্ত কোন ক্ষতি করে থাকলে সে ব্যাপারে সে অনুতপ্ত।
ম্যানিং প্রার্থনাপত্রে ব্যাডলি ম্যানিং হিসেবেই স্বাক্ষর করেছেন। কুম্ব জানিয়েছেন, ক্ষমা কিংবা কোর্ট মার্শাল যাই হোক না কেন তা তার ব্রাডলি নামেই হতে হবে। কারা কর্মকর্তারা জানিয়েছেন, ম্যানিং চেলসি হিসেবে পরিচিত হতে চাইলে বৈধভাবে নাম পরিবর্তন করতে পারেন।
গত আগস্টে যুক্তরাষ্ট্রের টেলিভিশন এনবিসি নিউজের ‘টুডে’ নামক প্রোগ্রামে ম্যানিংয়ের একটি বিবৃতি প্রকাশ করা হয়। বিবৃতিতে ম্যানিং বলেছেন, ‘আমি চেলসি ম্যানিং। আমি একজন নারী। ’
বাকি জীবনটা চেলসি নাম নিয়েই কাটাতে চান তিনি। সবাইকে এ নামেই তাকে ডাকার জন্য আহ্বান জানিয়ে তিনি বলেছিলেন, ‘আমার আবেদন যে আজকে থেকে আপনার আমাকে আমার নতুন নামে ডাকবেন এবং ফেমিনিন উচ্চারণ করবেন (কারাগারের সরকারি মেইল বাদে)। ’
বিবৃতি মতে, শৈশব থেকে মেয়েলি ভাবটি তার কাজ করে। নিজেকে পুরোপুরি নারী হিসেবে গড়ে তুলতে যত দ্রুত সম্ভব হরমোন থেরাপি নেবেন তিনি। এ জন্য সমর্থকদের সমর্থন চেয়েছেন মার্কিন সরকারের কাছে ‘বিশ্বাসঘাতক’ হিসেবে পরিচিত সাবেক এ সেনাসদস্য।
উল্লেখ্য, ম্যানিংয়ের প্রতারণার বিষয়টি আদ্রিয়ান লামো নামের এক কম্পিউটার হ্যাকার এফবিআইকে জানিয়ে দেয়। ২০১০ সালের মে মাসে তাকে গ্রেফতার করা হয়। তিন বছর পর যুক্তরাষ্ট্রের একটি আদালত তাকে গুপ্তচরবৃত্তি ও ইউনিফর্ম কোড অব মিলিটারি জাস্টিস লঙ্ঘনসহ ২০ অভিযোগে দোষীসাব্যস্ত করে ৩৫ বছরের কারাদণ্ড দেয়।
বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৩
কেএইচকিউ/জিসিপি