ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে শতাধিক গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১০ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১৩
পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে শতাধিক গ্রেফতার

ঢাকা: পাকিস্তানের দক্ষিণে জনবহুল শহর করাচিতে সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত থাকার সন্দেহে নিরাপত্তা বাহিনী অভিযান চালিয়ে কমপক্ষে ১’শ ৮৫ জনকে গ্রেফতার করেছে।

পুলিশ বৃহস্পতিবার জানিয়েছে, গ্রেফতারকৃতদের মধ্যে ১৬ জন অবৈধ অভিবাসী ও ৪৩ জন ফেরারি রয়েছেন।


দেশটির প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ফেডারেল পরিষদ বুধবার করাচিতে চিহ্নিত অপরাধীদের খুঁজে বের করতে বিশেষ বাহিনীকে দায়িত্ব দেওয়ার পরেই গ্রেফতারের অভিযান পরিচালিত হয়।

নিরাপত্তা বাহিনী সূত্র জানিয়েছে, শহরে নিরাপত্তা ভঙ্গকারী অপরাধীদের খুঁজে বের করতে ও গ্রেফতার করতে আধা-সামরিক বাহিনী এ অভিযান চালায়।

পুলিশ জানিয়েছে, বুধবার করাচিতে দেশটির নৌ বাহিনীর একজন উচ্চপদস্থ কর্মকর্তা বন্দুকধারীর গুলিতে নিহত হয়, সে সময় তার সুইডিশ স্ত্রী গুরুতরভাবে আহত হয়।

করাচিতে হত্যা ও অপহরণের মতো অপরাধ বেড়ে গেছে। যা দেশটির জাতিগত ও রাজনৈতিক উদ্বেগকে বাড়িয়ে তুলেছে।

পাকিস্তানের হিউম্যান রাইটস কমিশনের দেওয়া তথ্যানুযায়ী এ বছরের প্রথম ছয় মাসে দেশটিতে ১ হাজার ৭’শ ২৬ জন নিহত হয়েছে। গতবছর একই সময়ে নিহত হয়েছেলেন ১ হাজার ২’শ ১৫ জন।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৩
কেএইচকিউ/জেসিকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।