ঢাকা: সিরিয়ার বিরুদ্ধে সামরিক হামলা নিয়ে বিতর্কের মধ্যেই বিশ্বের প্রধান শিল্পোন্নত দেশগুলোর নেতারা জি২০ শীর্ষ সম্মেলনে একত্রিত হচ্ছেন।
বৃহস্পতিবার রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে দুইদিন ব্যাপী এই সম্মেলন শুরু হচ্ছে।
আলোচ্য বিষয়গুলোর মধ্যে অর্থনৈতিক প্রসঙ্গগুলোকে ছাড়িয়ে গিয়ে সিরিয়া সংকটই প্রধান হয়ে উঠবে বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানায়।
বিবিসি জানায়, যদিও সিরিয়া ইস্যুটি জি২০ সম্মেলনের আনুষ্ঠানিক আলোচ্য বিষয় নয়, তবু নেতারা সাইড লাইনে বিষয়টি নিয়ে আলোচনা করবেন বলে ধারণা করা যাচ্ছে।
সম্মেলনে অংশগ্রহন করা শীর্ষ নেতাদের মধ্যে বারাক ওবামা ছাড়াও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরুন রয়েছেন।
এর মধ্যে আরেক খবরে জানা গেছে সিরিয়া বিষয়ে জাতিসংঘ ও আরব লিগের বিশেষ দূত লাখদার ব্রাহিমিও এই সম্মেলনে যোগ দেবেন।
এর মধ্যেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুক্তরাষ্ট্রকে সিরিয়ায় হামলার বিষয়ে সতর্ক করে দিয়েছে। পুতিন জানান, জাতিসংঘের অনুমতি ছাড়া সিরিয়ার হামলা হলে তা হবে ‘আগ্রাসন’।
অন্যদিকে প্রেসিডেন্ট ওবামা সামরিক অভিযানের পক্ষে মার্কিন কংগ্রেসের সমর্থন পাবার চেষ্টা করে যাচ্ছেন। গত রাতে যুক্তরাষ্ট্রের সিনেটের একটি প্রভাবশালী প্যানেল সিরিয়াতে সামরিক অভিযানের ব্যাপারে প্রেসিডেন্টের পরিকল্পনায় সম্মতি দিয়েছে।
বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১৩
কেএইচ/আরআইএস