ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মনমোহন-ওবামা বৈঠকে ২৭ সেপ্টেম্বর

স্টাফ করেসপন্ডেন্ট, কলকাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১৩
মনমোহন-ওবামা বৈঠকে ২৭ সেপ্টেম্বর

কলকাতা : আগামী ২৭ সেপ্টেম্বর যু্ক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে  মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং এর মধ্যে একটি বৈঠক হতে চলেছে। দুই দেশের কর্মকর্তাদের সূত্রে এ খবর জানা গিয়েছে।



সিরিয়ার উদ্ভূত পরিস্থিতির ফলে প্রাথমিকভাবে এই বৈঠক বাতিল করার পরিকল্পনা করা হয়েছিল। আমেরিকার তরফে বলা হয়েছিল বারাক ওবামা সিরিয়ার বিষয় নিয়ে ব্যস্ত থাকবেন।

কিন্তু দুই দেশের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের আলোচনার পরে স্থির হয়েছে যে আগামী ২৭ সেপ্টেম্বর নিদিষ্ট সূচি মেনেই বৈঠক হবে।

ওবামা ১০০টি দেশকে সিরিয়া আক্রমণের বিষয়ে সমর্থন জানানোর জন্য আবেদন করলেও মাত্র ৩৪টি দেশ তাতে সায় দিয়েছে।

সিরিয়া আক্রমণের বিষয় ভারত সরাসরি আমেরিকার প্রস্তাবকে নাকচ করে দিয়েছে। এই নিয়ে দুই দেশের দ্বিমত প্রকাশ্যে চলে এসেছে। ভারত জানিয়েছে তারা সিরিয়া আক্রমণের বিরোধী এবং ভারতের তরফে কোন সেনা সিরিয়ায় পাঠানো হবে না।

মনে করা হচ্ছে আগামী ২৭ তারিখের বৈঠকে অন্যান্য বিষয়ের সঙ্গে সিরিয়ায় সেনা পাঠানর বিষয়টি খুবই গুরুত্ব পাবে।

বাংলাদেশ সময়: ১৯৫৭ ঘণ্টা,অক্টোবর ০৫, ২০১৩  
ভিএস/এসএস/এমজেডআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।