ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পেনশনের বিলের বিরোধিতায় ত্রিপুরার অর্থমন্ত্রী

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১৩
পেনশনের বিলের বিরোধিতায় ত্রিপুরার অর্থমন্ত্রী

আগরতলা (ত্রিপুরা): ভারতের পার্লামেন্টে বুধবার যে পেনশন বিল পাস হয়েছে তা সংবিধানবিরোধী বলে মন্তব্য করেছেন ত্রিপুরা রাজ্যের অর্থমন্ত্রী বাদল চৌধুরী। তিনি বলেছেন, নতুন এই বিলের ফলে কর্মচারীদের জমা হওয়া টাকার ২৬ শতাংশ শেয়ার মার্কেটে খাটবে।

যার ফলে কর্মচারীদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে।

বৃহস্পতিবার সন্ধ্যায় মহাকরণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ভাবেই নতুন পেনশন বিলের বিরোধিতা করেছেন অর্থমন্ত্রী বাদল চৌধুরী।

বাদল চৌধুরী জানান, কর্মচারীরা যে টাকা জমা করবেন তার মাত্র ৪০ শতাংশ টাকা এক সাথে উঠাতে পারবেন।

সুপ্রিম কোর্ট এই বিলকে বেআইনি ঘোষণা করেছিল। কিন্তু কেন্দ্রীয় সরকার এই বেআইনি বিলকেই পাস করাল লোকসভায়।

তিনি জানান, ২০০৪ সালের ১ জানুয়ারি থেকে যারা চাকরিতে যোগ দিয়েছেন তাদের জন্য এই নয়া পেনশন বিল কার্যকর হবে। যার ফলস্বরূপ দেশে দুই ধরনের পেনশন আইন কার্যকর হল।

বাদল চৌধুরী জানান, দেশের ৩ থেকে ৪ কোটি মানুষ পেনশনের আওতায় ছিল। এখন ২০০৪ সালের ১ জানুয়ারি থেকে যারা চাকরিতে যোগ দিয়েছেন তারা এর বাইরে চলে যাবে। আগে কর্মচারীরা মারা গেলে তার পরিবার পেনশন পেতেন। কিন্তু নতুন বিলের ফলে তার সুযোগ আর থাকছে না। রাজ্যের এখন পর্যন্ত ২৩ থেকে ২৪ হাজার কর্মচারী এই বিলের আওতায় আসবে।

বেসরকারি সংস্থাগুলো যে পেনশন বিল চালু করেছে তার চেয়েও পাস হওয়া বিল খারাপ বলে মন্তব্য করেছেন তিনি।

বাদল চৌধুরী কেন্দ্রীয় সরকারের পাশাপাশি বিজেপিকেও আক্রমণ করেন। তিনি বলেন, বামপন্থীরা আগে থেকেই বলে আসছিল নিতির প্রশ্নে কংগ্রেস এবং বিজেপির মধ্যে কোনো তফাৎ নেই। এই বিল যেভাবে পাস করানো হয়েছে তার থেকে আবার সেটাই প্রমাণিত হল।

বিভিন্ন কর্মচারী সংগঠনকে রাস্তায় নেমে এই বিলের বিরোধিতা করার আহ্বান করেন বাদল চৌধুরী।

বাংলাদেশ সময়: ২২২০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৩
এসএফআই/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।