ঢাকা: পরনে প্যান্ট ছাড়া গায়ে কোনো পোশাক নেই, শরীরে আঘাতের চিহ্ন। এ সাত জনের কারও কারও হাত পেছনে বাধাঁ।
অস্ত্র হাতে থাকা একজন কিছুক্ষণ বক্তব্য দিলেন। বক্তব্য শেষের পরে গুলি করে হত্যা করা হলো ওই সাত জনকে।
সিরিয়ার বিদ্রোহীরা সরকারি বাহিনীর সাত সদস্যকে এভাবেই হত্যা করেছে। এ হত্যাকাণ্ডের দৃশ্য একটি ভিডিওতে উঠে এসেছে সিরীয় বিদ্রোহীদের নৃশংসতা।
ভিডিওটিতে দেখা গেছে, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের এ সাত সেনাকে হত্যার আগে বিদ্রোহী নেতা আবদুল সামাদ ইসা প্রথম গুলি ছোড়ার আগে একটি কবিতা আবৃত্তি করেন।
‘চাচা’ নামে পরিচিত আবদুল সামাদ ইসা বলেন, এরা গত চল্লিশ বছরের দুর্নীতির সহযোগী। আমরা জাহানের মালিকের কাছে প্রতিজ্ঞা করে যে আমাদের শপথ হচ্ছে: আমরা প্রতিশোধ নেব। ’
গত এপ্রিলে ধারণকৃত এ হত্যার ভিডিও কয়েকদিন আগে প্রকাশ পেয়েছে। ভিডিওটি মার্কিন সংবাদ মাধ্যম দি নিউইয়র্ক টাইমসে দিয়েছে ওই হত্যাকাণ্ডে অংশ নেওয়া এক বিদ্রোহী। তিনি নিউইয়র্ক টাইমসকে জানিয়েছেন, তার এক সময়ের কমরেডদের নৃশংসতার কৌশলে তিনি বেদনাহত হয়েছেন।
সিরিয়া যুক্তরাষ্ট্র যখন হামলার কথা ভাবছে এবং রাশিয়ার চলমান জি২০ সম্মেলনের সিরিয়া নিয়ে বিভক্ত নেতারা তখনই এ ভিডিও প্রকাশ পেল।
গ্রুপে তার দুই ভাতিজা ডেপুটি হওয়ায় তাকে চাচা ডাকা হয়। ভিডিও ফুটেজ প্রদানকারী ইসার সাবেক ওই সহযোদ্ধা আরও জানান, ধর্ষণ, লুটপাটসহ তাদের বিভিন্ন কর্মকাণ্ডের দৃশ্যও ভিডিও করেছেন তারা।
বীরত্ব দেখিয়ে বেশি করে অনুদান পাওয়া যাবে এ আশায় হত্যার দৃশ্য ধারণের অনুরোধ করেছিলেন ইসা।
এর আগে এ বছরে শুরুর দিকে এক বিদ্রোহী সরকারি বাহিনীর এক সৈন্যের হৃদপিণ্ড খাচ্ছে এমন ভিডিও প্রকাশ পায়।
বাংলাদেশ সময়: ১১৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৩
এসএফআই/জিসিপি