ঢাকা: আত্মহত্যার প্ররোচনার এক মামলায় এক মাসের অন্তর্বর্তীকালীন জামিন পেলেন হরিয়ানার প্রাক্তন মন্ত্রী গোপাল কান্ডা। বিধান সভায় উপস্থিত থাকার জন্য দিল্লির এক আদালত তাকে এক মাসের জামিন মঞ্জুর করেছে ।
জানা যায়, ২০১২ সালের ৫ আগস্ট দিল্লির একটি বাড়িতে আত্মহত্যা করেন ২৫ বছর বয়সী বিমান সেবিকা গীতিকা শর্মা। গীতিকা তার সুইসাইড নোটে কান্ডা ও তার ঘনিষ্ট সহযোগী চান্ডার বিরুদ্ধে হেনস্থার অভিযোগে আনে।
২০০৭ সালে এমডিএলআর নামের একটি এয়ারলাইন্সের সূচনা করেন কান্ডা। ২০১০ সালে যা এমিরেটস এয়ারলাইন্সে যুক্ত হয়ে যায়। ওই এয়ারলাইন্সে চাকরি করতেন গীতিকা শর্মা।
গীতিকা শর্মার পরিবারের অভিযোগ, এমিরেটস কর্তৃপক্ষের কাছে গীতিকার নামে মিথ্যা কথা বলে তার চাকরির সুযোগ আটকার কান্ডা। গীতিকার মেইলে হুমকিও দেন কান্ডা। এ সমস্ত বিষয় নিয়ে কান্ডাকে নিয়ে বিতর্ক দেখা দিলে হরিয়ানার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কান্ডা পদত্যাগ করতে বাধ্য হন।
গীতিকার মেইলে একাধিক হুমকির মেইল পাঠানো, আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় কান্ডা ও চাড্ডাকে গ্রেফতার করে পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়।
জানা যায়, ২০১৩ সালের ১৫ ফেব্রুয়ারি গীতিকার মা অনুরাধা শর্মাও আত্মহত্যা করেন। সুইসাইড নোটে তিনি লিখে যান, মেয়ের মৃত্যু মেনে নিতে না পেরেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। তবে গীতিকার মৃত্যুর জন্য নোটে দায়ী করেনে কান্ডা ও চাড্ডাকে।
প্রাক্তন বিমান সেবিকা গীতিকা শর্মাকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে গোপাল কান্ডাকে ১৪ মাস জেলে থাকতে হয়।
বাংলাদেশ সময়: ১৩১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৩
বিএস/এসএস/এমজেডআর