ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সিরিয়ায় হামলার বিরুদ্ধে হুঁশিয়ারি বান কি-মুনের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১৩
সিরিয়ায় হামলার বিরুদ্ধে হুঁশিয়ারি বান কি-মুনের

ঢাকা: সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে বড় মানবিক বিপর্যয়ের শিকার সিরিয়ায় কোনো ধরনের সামরিক অভিযান দেশটিতে সাম্প্রদায়িক সহিংসতা মারাত্মক আকারে ছড়িয়ে দেবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জাতিসংঘ মহাসচিব বান কি-মুন।

শুক্রবার উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর অর্থনৈতিক জোট জি২০ সম্মেলনের ফাঁকে যুক্তরাজ্যের উদ্যোগে সিরিয়া প্রসঙ্গ নিয়ে আয়োজিত এক বিশেষ বৈঠকে এ হুঁশিয়ারি দেন তিনি।



এসময় সিরিয়া বিষয়ে বিরোধপূর্ণ অবস্থান ত্যাগ করে দেশটির জনগণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান মুন।

বান কি-মুন বলেন, আমি অবশ্যই হুঁশিয়ারি দিয়ে বলছি, অবিবেচনাপ্রসূত কোনো সামরিক পদক্ষেপ দেশটিতে মারাত্মক ও দুঃখজনক পরিণতি ডেকে আনবে। এছাড়া, দেশটিতে সাম্প্রদায়িক সহিংসতা আরও বাড়িয়ে দেওয়ার হুমকিই বাড়াবে।

সম্প্রতি জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর জানায়, গৃহযুদ্ধের ফলে সিরিয়া থেকে ২ কোটিরও বেশি মানুষ পালিয়ে গেছে।

এ প্রসঙ্গে মুন বলেন, সাম্প্রতিক ইতিহাসে এটা সবচেয়ে মানবিক বিপর্যয়ের ঘটনা।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, জি২০ সম্মেলন থেকে ফেরার পর মার্কিন কংগ্রেসে সিরিয়া অভিযান প্রসঙ্গে ভোট গ্রহণের পর পরবর্তী সিদ্ধান্ত নেবেন ওবামা। ইতোমধ্যে মার্কিন পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটের বৈদেশিক সম্পর্ক বিষয়ক পরিষদ সিরিয়া অভিযান নিয়ে একটি খসড়া প্রস্তাবে অনুমোদন দিয়েছে।

ধারণা করা হচ্ছে, ওবামার পক্ষে গৃহীত এই প্রস্তাবটি কংগ্রেসে অনুমোদন হলে আন্তর্জাতিক সম্প্রদায়ের নিষেধাজ্ঞা সত্ত্বেও সিরিয়ায় ‘সীমিত পরিসরে’ হামলা চালাতে পারে মার্কিন বাহিনী ও তার মিত্র দেশগুলো।

বাংলাদেশ সময়: ১৪৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৩
এইচএ/এমজেডআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।