ঢাকা: সিরিয়ায় পশ্চিমাদের সম্ভাব্য সামরিক হামলাকে সমর্থন করে না ভারত। শুক্রবার জি ২০ সম্মেলনে সিরিয়া ইস্যুতে নিজের অবস্থান ব্যক্ত করেছেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং।
সিরিয়ায় রাসায়নিক অস্ত্র ব্যবহারের নিন্দা জানিয়ে মনমোহন বলেন, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরুদ্ধে সামরিক হামলার পক্ষে নয় ভারত।
রাশিয়ার সেন্ট পিটাসবার্গে সম্মেলনের প্রথম দিন বৃহস্পতিবার নৈশভোজে সিরিয়া ইস্যু নিয়ে আলোচনা হলেও সংগঠনের সদস্যভুক্ত নেতারা একমত হতে পারেন নি।
২১ আগস্ট সিরিয়ার রাজধানী দামেস্কে বিদ্রোহীদের ওপর সরকারি বাহিনী রাসায়নিক অস্ত্র ব্যবহার করে বলে অভিযোগ উঠেছে। ওয়াশিংটন দাবি করেছে, তাদের কাছে রাসায়নিক অস্ত্র ব্যবহারের প্রমাণ রয়েছে।
এ অভিযোগ ওঠার পর জাতিসংঘের পর্যবেক্ষক দল দামেস্কে গিয়ে নমুনা সংগ্রহ করে। কয়েক দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন প্রকাশ করবে জাতিসংঘ।
যুক্তরাষ্ট্র যে দাবি করেছে, তা মিথ্যা এবং বানোয়াট বলে দাবি করেছে বাশারের মিত্র রাশিয়া। রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের অন্যতম সমালোচক ইরান এবং চীনও একই কথা বলেছে।
সিরিয়ার বিরুদ্ধে সামরিক হামলা হতে তার পরিণতি ভালো হবে না বলে হুঁশিয়ার করেছে রাশিয়া, চীন ও ইরান।
বাংলাদেশ সময়: ১৪৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৩
এসএফআই/এমজেডআর