ঢাকা: বেতন-ভাতা বাড়ানোর দাবিতে যুক্তরাষ্ট্রের বহুজাতিক কোম্পানি ওয়াল-মার্টের কর্মীরা যুক্তরাষ্ট্রের ১৫টি শহরে বিক্ষোভ করেছে। বৃহস্পতিবার ম্যারিল্যান্ডে বিক্ষোভ শুরু হলে তা অন্যান্য শহরে ছড়িয়ে পড়ে।
বিক্ষোভকারীরা যুক্তরাষ্ট্রের শ্রমিক দিবসে ওয়াল-মার্টকে সময়সীমা বেঁধে দিয়েছে তাদের দাবি মানতে। বিক্ষোভকারীদের দাবি, পূর্ণকালীন শ্রমিকদেরকে বছরে ২৫ হাজার মার্কিন ডলার বাৎসরিক বেতন দিতে হবে।
ওয়াল-মার্টের কর্মীদের আন্দোলনে সংহতি প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের শ্রমিক সংগঠন। তবে আন্দোলনে অন্য কিছুর গন্ধ পাচ্ছে ওয়াল-মার্ট কর্তৃপক্ষ।
ওয়াল-মার্টের এক মুখপাত্র কর্মীদের বিক্ষোভকে ‘লোক দেখানো’ হিসেবে উল্লেখ করেছে। তিনি বলেছেন, আজকে যেটি হচ্ছে সেটি ওয়াল-মার্ট (কর্মীদের) নয়, এটি শ্রমিক সমর্থিত, ইউনিয়ন সমর্থিত।
বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৩
এসএফআই/আরকে