ঢাকা, সোমবার, ১০ ভাদ্র ১৪৩২, ২৫ আগস্ট ২০২৫, ০১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

সিরিয়া উপকূলে আরেকটি যুদ্ধজাহাজ পাঠাচ্ছে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০০, সেপ্টেম্বর ৬, ২০১৩
সিরিয়া উপকূলে আরেকটি যুদ্ধজাহাজ পাঠাচ্ছে রাশিয়া

ঢাকা: যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলোর সামরিক অভিযানের হুমকির পরিপ্রেক্ষিতে সিরিয়া উপকূলে উত্তেজনা বৃদ্ধির মধ্যেই ভূমধ্যসাগরে আরেকটি যুদ্ধজাহাজ পাঠাচ্ছে রাশিয়া।

শুক্রবার নৌবাহিনী সূত্রের উদ্ধৃতি দিয়ে রাশিয়ার সরকারনিয়ন্ত্রিত সংবাদ মাধ্যম ইন্টারফ্যাক্স জানিয়েছে, সিরিয়া উপকূলে সবচেয়ে বড় ল্যান্ডিং শিপ নিকোলাই ফিলচেনকভ পাঠাচ্ছে মস্কো।



নাম প্রকাশে অনিচ্ছুক নৌবাহিনী ওই সূত্রটি আরও জানায়, কৃষ্ণসাগরের নোভোরসিস্ক নৌঘাঁটি থেকেই পণ্যসম্ভার নিয়ে পূর্ব-ভূমধ্যসাগরের নির্দেশিত সামরিক এলাকার উদ্দেশ্যে রওয়ানা হবে এই যুদ্ধজাহাজটি।

তবে যুদ্ধজাহাজটিতে কী ধরনের পণ্য থাকছে এ ব্যাপারে কোনো ব্যাখ্যা দেয়নি নৌবাহিনীর সূত্র।

এর আগে, গত রোববার এসএসভি-২০১ প্রিয়াজোভি নামে একটি গোয়েন্দা জাহাজ পাঠায় রাশিয়া।

ইন্টারফ্যাক্স জানায়, সিরিয়া সরকারের বিরুদ্ধে পশ্চিমা সামরিক অভিযানের পরিকল্পনার ওপর নজর রাখার অঙ্গীকার থেকেই যুদ্ধজাহাজ পাঠাচ্ছে রাশিয়া।

বাংলাদেশ সময়: ১৬৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৩
এইচএ/এসআরএস/এমজেডআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।