ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সিরিয়া সিদ্ধান্তে দ্বিধাবিভক্ত জি২০ নেতারা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১৩
সিরিয়া সিদ্ধান্তে দ্বিধাবিভক্ত জি২০ নেতারা

ঢাকা: সিরিয়ায় সামরিক হস্তক্ষেপের সিদ্ধান্তে দ্বিধাবিভক্ত হয়ে গেলেন অর্থনৈতিকভাবে শক্তিশালী বিশ্ব নেতৃবৃন্দ।

জি২০ শীর্ষ সম্মেলনের দ্বিতীয় ও শেষ দিনে তারা সামরিক হস্তক্ষেপের সিদ্ধান্তে কোন মতৈক্যে পৌঁছাতে পারেননি।



ইটালির প্রধানমন্ত্রী এনরিকো লেট্টা বলেছেন, ‘সেন্ট পিটার্সবার্গে সম্মেলনের শেষ দিনে এক আনুষ্ঠানিক নৈশভোজে জোটভুক্ত নেতাদের মধ্যে সিরিয়া সিদ্ধান্তে স্পষ্ট মতানৈক্য রয়েছে। ’

রাশিয়ার প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ নৈশভোজের পর সাংবাদিকদের বলেন, ‘কিছু দেশ চাইছে সিরিয়ায় সামরিক হস্তক্ষেপ হোক, বাকিরা চাইছে যুক্তরাষ্ট্র জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করুক। ’

তিনি আরও বলেন, ‘সিরিয়ায় যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপ আন্তর্জাতিক আইনের কফিনে শেষ পেরেকটি মেরে দিবে। ’

এদিকে জাতিসংঘে নিযুক্ত মার্কিন দূত সামান্থা পাওয়ার রাশিয়াকে অভিযুক্ত করে বলেন, ‘তারা সিরিয়ায় সামরিক হস্তক্ষেপের প্রস্তাব নাকচ করার মাধ্যমে নিরাপত্তা পরিষদকে জিম্মি করে রেখেছেন। ’

তিনি বলেন, ‘তবে সিরিয়ার যুদ্ধাপরাধ বিষয়ক প্রশ্নে নিরাপত্তা পরিষদই একমাত্র ‘গ্রহণযোগ্য পথ’ নয়। আমরা শিখেছি, সিরিয়ার জনগণ শিখেছে, এ বিশ্ব সংকটের ব্যাপারে নিরাপত্তা পরিষোদের কাজ করা উচিত। এখন নিরাপত্তা পরিষদ যেমন করছে তেমনটা নয়। ’

যুক্তরাষ্ট্র অভিযোগ করেছে, সিরিয়ার আসাদ বাহিনীই বিদ্রোহীদের বিরুদ্ধে দামেস্কের উপকন্ঠে ২১ আগস্ট রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছিল। তারা জানায়, এর ফলে ১ হাজার ৪’শ ২৯ জন নিহত হয়েছে।

যুক্তরাজ্য জানিয়েছে, দেশটির সামরিক গবেষণাগার পরটন ডাউনের বিজ্ঞানীরা নিহতের পোশাক ও হামলাস্থলের মাটি পরীক্ষা করে বিষাক্ত সারিন গ্যাস ব্যবহারের নমুনা পেয়েছেন। কিন্তু আসাদ সরকার এ হামলার জন্য দেশটির বিদ্রোহীদের দায়ী করছে।

সিরিয়ার বিরুদ্ধে সামরিক হস্তক্ষেপের ক্ষেত্রে চীন ও রাশিয়া নিরাপত্তা পরিষদের প্রস্তাব অনুমোদন প্রত্যাখ্যান করছে। তারা বলেছে, ‘জাতিসংঘের অনুমোদন ছাড়া যেকোন ধরনের পদক্ষেপই অবৈধ। ’

যদিও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা জি২০ সম্মেলনে সামরিক হস্তক্ষেপের ব্যাপারে একটি আন্তর্জাতিক জোট করার কথা ভাবছিলেন কিন্তু বৃহস্পতিবারের নৈশভোজে বিশ্ব নেতৃবৃন্দের আলোচনায় এ ব্যাপারে মতানৈক্যও দেখা গেল।

তবে ফ্রান্স, তুরস্ক, যুক্তরাজ্য ও কানাডার নেতারা যুক্তরাষ্ট্রকে বেশ ভালোভাবেই সমর্থন দিচ্ছেন।

ওবামা সম্মেলনের নৈশভোজে প্রায় এক ঘণ্টা দেরি করে আসেন। এ সময় তিনি যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্যদের মধ্যে যারা এখনও সামরিক হস্তক্ষেপ প্রস্তাবে ভোট প্রদান করেনি তাদের সাথে ফোনে যোগাযোগের চেষ্টা করছিলেন।
 
তবে জানা গেছে এর মধ্যে বেশিরভাগ কংগ্রেস সদস্যই সামরিক হস্তক্ষেপের বিপক্ষে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

জাতিসংঘ জানিয়েছে, এখন পর্যন্ত সিরিয়ার ২০ লক্ষ নাগরিক দেশ ছেড়েছেন। এ বছরের শেষ পর্যন্ত সিরিয়ায় শরণার্থী সংকট মেটানোর জন্য আরও ৩’শ ৩০ কোটি মার্কিন ডলার প্রয়োজন।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৩
কেএইচকিউ/আরকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।