ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানে ড্রোন হামলায় সাত জঙ্গি নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১৩
পাকিস্তানে ড্রোন হামলায় সাত জঙ্গি নিহত

ঢাকা: পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে আফগান সীমান্তের কাছে চালকবিহীন মার্কিন বিমান (ড্রোন) হামলায় সাত জঙ্গি নিহত হয়েছে। নিহতদের মধ্যে আল-কায়েদার সঙ্গে সম্পৃক্ত এক সিনিয়র হাক্কানী কমান্ডারও রয়েছে।



শুক্রবার সকালে ওয়াজিরিস্তানের দারগাহ মান্দি গ্রামে ড্রোন দুটি ক্ষেপণাস্ত্র হামলায় এই নিহতের ঘটনা ঘটে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, ওই এলাকাটি হাক্কানি নেটওয়ার্কের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত।

নিউ আমেরিকা ফাউন্ডেশনের এক পরিসংখ্যানে দেখা গেছে, ২০ বছরের মধ্যে গত আড়াই বছরে পাকিস্তানের মাটিতে মার্কিন ড্রোন হামলার ঘটনা বেশ কমে এসেছে। ২০১২ সালে ৪৮টি এবং ২০১১ সালে ৭৩টি হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১৩
কেএইচ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।