ঢাকা: সিরিয়ায় সামরিক হামলা চালানোর পক্ষে ভোট না দেয়ায় পদ হারালেন ব্রিটিশ এমপি জেসে নরম্যান। তিনি ব্রিটেনের রক্ষণশীল টোরি দলের এমপি ছিলেন।
এই ঘটনায় দুঃখ প্রকাশ করে ডাউনিং স্ট্রিট এক বিবৃতিতে জানায়, নরম্যান ছিলেন নীতি-নির্ধারকদের একজন। তবে, সরকারের পক্ষে ভোট না দেয়ার কোনো সুযোগ তার ছিল না।
বিবিসি জানায়, নরম্যান নীতি-নির্ধারণী বোর্ডে বেশকিছু কাজ খুব ভালো করেছেন কিন্তু সিরিয়া ইস্যুতে সরকারকে সমর্থন না করায় তিনি তার পদ হারিয়েছেন।
গত সপ্তাহে সিরিয়ায় হামলার ওপর ব্রিটেনের সংসদে বিতর্ক শেষে ভোটাভুটি হয় এবং তাতে সরকারের আনা যুদ্ধ-প্রস্তাব বাতিল হয়ে যায়।
বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১৩
কেএইচ/আরআইএস