ঢাকা: পৃথিবী ত্যাগ করলেন হিটলারের দেহরক্ষী রোচাস মিসেচ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৬।
রোসাচ দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলারের দেহরক্ষী হিসেবে বিশ্বস্ততার পরিচয় দিয়েছেন। তিনি হিটলারের শেষ দিনগুলোর স্বাক্ষী।
হিটলারের শেষ জীবনের সঙ্গী হতে পেরে গর্ববোধ করতেন রোসেচ। তিনি হিটলারকে অত্যন্ত আন্তরিকভাবে ‘বস’ বলে সম্বোধন করতেন।
২০০৫ সালে সংবাদ সংস্থা এপিকে দেওয়া একটি সাক্ষাতকারে তিনি হিটলারকে একজন স্বাভাবিক মানুষ বলে উল্লেখ করেছিলেন। মিসেচ বলেছিলেন, ‘তিনি (হিটলার) নিষ্ঠুর ছিলেন না। আর তিনি দৈত্য বা অতিমানবও ছিলেন না। ’
বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৩
কেএইচকিউ/আরআইএস