ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ফিলিপাইনে ৬ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১৩
ফিলিপাইনে ৬ মাত্রার ভূমিকম্প

ঢাকা: প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশ ফিলিপাইনে ৬ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এছাড়া, সুনামি সতর্কতার ব্যাপারেও কিছু জানাতে পারেনি কর্তৃপক্ষ।

ফিলিপাইনের ভূমিকম্প জরিপ সংস্থা পিআইভিএস জানিয়েছে, স্থানীয় সময় সন্ধ্যা সাতটা ৩৩ মিনিটে বাতান দ্বীপের উয়ুগান শহরের ৪২ কিলোমিটার দক্ষিণে ভূমিকম্পটি আঘাত হানে।

মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূ-পৃষ্ঠের ১৭৮ কিলোমিটার গভীরে।

বাতান দ্বীপের বেসামরিক প্রতিরক্ষা দপ্তরের প্রধান কর্মকর্তা নরমা তালোসিগ বলেন, ভূমিকম্পে এখন পর্যন্ত বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

তবে, উয়ুগান শহর ও এর আশপাশের এলাকাগুলোতে প্রায় একহাজার মানুষ বাস করে বলে জানা গেছে।

উল্লেখ্য, ভূমিকম্প প্রবণ ফিলিপাইনকে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ‘রিং অব ফায়ার’ বলা হয়।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৩
এইচএ/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।