ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মালয়েশিয়ায় আটক বাংলাদেশির সংখ্যা ৪৪৪

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১৩
মালয়েশিয়ায় আটক বাংলাদেশির সংখ্যা ৪৪৪

ঢাকা: মালয়েশিয়ায় ৪৪৪ জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে বলে জানিয়েছে দেশটির অভিবাসন দপ্তর। তবে অব্যাহত অবৈধ অভিবাসীবিরোধী অভিযানে কতজন বাংলাদেশিকে আটক করা হয়েছে তা নিশ্চিত করে জানানো হয়নি।



শুক্রবার বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহিঃপ্রচার ও অনুবিভাগের মহাপরিচালক শামীম আহসানের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, কুয়ালালামপুরে ‍বাংলাদেশ মিশনকে মালয়েশিয়ার অভিবাসন দপ্তর থেকে বাংলাদেশিদের আটকের বিষয়টি জানানো হয়।

উল্লেখ্য, বছর দুই আগে অবৈধ অভিবাসীদের ক্ষমা করে বৈধতা নিয়ে কাজ করার সুযোগ ও সময়সীমা বেঁধে দেয় মালয়েশিয়া সরকার। কিন্তু সম্প্রতি ওই সময়সীমাও শেষ হয়ে যায়। নির্দিষ্ট সময়সীমায় দু’লাখ ৬৮ হাজার বাংলাদেশি বৈধতার কাগজপত্র সংগ্রহ করেন।

কিন্তু দেশটিতে অপরাধের মাত্রা বেড়ে যাওয়ায় এবং এসব অপরাধে বিদেশিদের ক্রমবর্ধমান সংশ্লিষ্টতার অভিযোগের কারণে প্রায় পাঁচলাখ অভিবাসীর বিরুদ্ধে অভিযান চালানোর ঘোষণা দেয়  মালয়েশিয়া সরকার। আগামী ডিসেম্বর পর্যন্ত এ অভিযান চলবে।

বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৩
জেপি/এসএফআই/এএ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।