ঢাকা, সোমবার, ১০ ভাদ্র ১৪৩২, ২৫ আগস্ট ২০২৫, ০১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ভারতে গণধর্ষণের দায়ে ছয়জনের যাবজ্জীবন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩২, সেপ্টেম্বর ৬, ২০১৩
ভারতে গণধর্ষণের দায়ে ছয়জনের যাবজ্জীবন

ঢাকা: ভারতের গণধর্ষণের দায়ে ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। শুক্রবার ব্যাঙ্গালুরুর দেওয়ানি ও দায়রা আদালত এই রায় প্রদান করেন।



সাজা প্রাপ্তরা হলেন মাদুরা (২০), দদারিয়া (১৯), শিভানা (২০), ইরিয়াহ (২০), জিলাইয়া (২৩) এবং রমা (৫০)।

এছাড়া মামলায় অপ্রাপ্তবয়ষ্ক একজনের কিশোর আদালতে বিচার চলছে। রাজা (২৪) নামে আরেকজন পলাতক আছে।

ধর্ষণের শিকার ছাত্রী ইন্ডিয়া ইউনিভার্সিটি অব ন্যাশনাল ল স্কুলের স্নাতক বর্ষের ছাত্রী। গত বছর ব্যাঙ্গালুরুতে নিজ ক্যাম্পাসে অভিযুক্ত ছয়জন তাকে ধর্ষণ করে।

সরকারি কৌঁসুলি সঞ্জয় কুমার ভেনকাটারামানা ভাট টাইমস অব ইন্ডিয়াকে বলেন, প্রসিকিউশন  আদালতে অভিযুক্তদের সর্বোচ্চ সাজা এবং ধর্ষিতার পরিবারকে সর্বোচ্চ ক্ষতিপূরণ দিতে নির্দেশ দিয়েছেন।

বাংলাদেশ সময়: ২১১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১৩
কেএইচ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।