ঢাকা: সামরিক হস্তক্ষেপ প্রতিহতে মার্কিন কংগ্রেসের প্রতি আহ্বান জানিয়েছে সিরিয়া। সিরিয়ার সংসদ প্রধান জিহাদ আল-লাহ্হাম সামরিক হস্তক্ষেপের বিরুদ্ধে ভোট দিতে দেশটির কংগ্রেস সদস্যদের প্রতি এ আহ্বান জানান।
সিরিয়ার সংবাদ সংস্থা সানা এ তথ্য জানিয়েছে। শুক্রবার লাহ্হাম বলেন, ‘যেহেতু আপনারাই পারেন যুক্তরাষ্ট্রকে যুদ্ধের পথ থেকে দূরে রাখতে তাই আমরা আপনাদের এই ‘অপরিণামদর্শী উদ্যাগ’ নেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। ’
ধারণা করা হচ্ছে, লাহ্হামের এই বার্তা সিরিয়ায় সামরিক হস্তক্ষেপ ইস্যুতে ভোট প্রদানের আগেই প্রত্যেক কংগ্রেস সদস্যের কাছে পাঠিয়ে দেওয়া হবে।
লাহহাম আরও বলেন, একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে সিরিয়ায় যেকোন ধরনের সামরিক হস্তক্ষেপ অবৈধ। তাছাড়া সিরিয়া যুক্তরাষ্ট্রের জন্য হুমকি নয়। এবং সম্ভবত কোন হামলার ব্যাপারেই জাতিসংঘের নিরাপত্তা পরিষদ অনুমোদন দিবে না। ’
এ মাসের শুরুর দিকেই সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মেকদাদ সিরিয়ায় সামরিক হস্তক্ষেপের সিদ্ধান্তের ব্যাপারে যুক্তরাষ্ট্র কংগ্রেসকে ‘প্রাজ্ঞতা প্রদর্শনের’ আহ্বান জানিয়েছিলেন।
দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদও এ ব্যাপারে যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিয়েছে।
লে ফিগারো পত্রিকায় দেওয়া এক সাক্ষাতকারে আসাদ বলেন, ‘প্রথম হামলার পরেই সিরিয়ার প্রতিক্রিয়া ছাড়াও সবাই বিস্ফোরণ পরবর্তী অবস্থার নিয়ন্ত্রণ হারাবে, চারিদিকে বিশৃংখলা ও উগ্রবাদীতা ছড়িয়ে পড়বে। এর ফলে আঞ্চলিক যুদ্ধের ঝুঁকিও বেড়ে যাবে। ’
বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৩
কেএইচকিউ/এমজেডআর