ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কলকাতায় চার দিনে ৩১ শিশুর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১৩
কলকাতায় চার দিনে ৩১ শিশুর মৃত্যু

ঢাকা: গত চার দিনে কলকাতার একটি সরকারি শিশু হাসপাতালে কমপক্ষে ৩১ শিশুর মৃত্যু ঘটেছে। এ নিয়ে কলকাতায় হাসপাতালে শিশু মৃত্যুর সংখ্যা ২৫০-এ গিয়ে ঠেকল।



এ জন্য ক্ষুদ্ধ মা-বাবারা হাসপাতাল কর্তৃপক্ষের অব্যবস্থাপনাকেই দুষলেন। এ নিয়ে বিসি রায় পোস্ট গ্রাজুয়েট ইনস্টিউট (পিজিআই) অব প্যাইডিয়াট্রিক সায়েন্সেসের ডাক্তাররা বললেন, ‘এখানে বেশিরভাগ শিশুকেই অত্যন্ত সংকটজনক অবস্থায় ভর্তি করা হয়। ’

উদ্বিগ্ন এক পিতা বললেন, ‘নার্সরা আমাদের কথা শুনছে না। তারা ভুল চিকিৎসা দিচ্ছে। যে কারণে শিশুরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। ’
স্বাস্থ্য বিষয়ক বিশেষ টাস্কফোর্সের চেয়ারম্যান ডা. ত্রিদেব বন্দোপাধ্যায় বাবা-মায়েদের এসব অভিযোগ প্রত্যাখ্যান করে বললেন, ‘সেবা দিতে ডাক্তাররা সবসময়ই তৎপর। কিন্তু গুরুতর অবস্থায় শিশুদের নিয়ে আসার জন্য অনেক সময় তাদের বাঁচানো সম্ভব হয় না। এ ব্যাপারে ডাক্তারদের অবহেলার কোন ঘটনা ঘটেনি।

২০১১ সালের অক্টোবরে একই হাসপাতালে ৪৮ ঘণ্টার মধ্যে ১৮ শিশুর মৃত্যু ঘটে।

এ নিয়ে সরকার তদন্তের আদেশ দেয়। তদন্তে হাসপাতাল কর্তৃপক্ষকে অবহেলার অভিযোগ থেকে অব্যহতি দিয়ে জরুরি ভিত্তিতে হাসপাতালে নতুন সুযোগ-সুবিধা যুক্ত করার আদেশ দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৩
কেএইচকিউ/বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।