ঢাকা: নিউইয়র্কে অনুষ্ঠিত জাতিসংঘের ৬৭তম সাধারণ সভায় বিশ্বশান্তি রক্ষায় প্রশংসিত হল বাংলাদেশের ভূমিকা। সাধারণ সভাটি শুক্রবার নিউইয়র্কে অনুষ্ঠিত হয়।
একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
‘শান্তির সংস্কৃতি রক্ষায়’ বৈশ্বিক আন্দোলনের দায়িত্বে অগ্রণী ভূমিকা পালনের জন্য সভার প্রেসিডেন্ট ভুক জেরেমিক, অন্যান্য সদস্য দেশের উচ্চ পর্যায়ের অংশগ্রহণকারী, বিভিন্ন সংগঠনের সদস্য এবং এনজিও বাংলাদেশের প্রশংসা করেন। এ প্রশংসা বাংলাদেশের সঙ্গে জাতিসংঘের অন্যান্য সদস্য রাষ্ট্র, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও শান্তিদূতদের সঙ্গে অংশিদারিত্বের সম্পর্ক সৃষ্টিতে ভূমিকা রাখবে।
জেরেমিক বলেন, নিজ উৎসাহে শান্তির সংস্কৃতি প্রচারণায় অগ্রণী ভূমিকার জন্য আমি বাংলাদেশের জনগণের কাছে কৃতজ্ঞ।
সভায় পররাষ্ট্রমন্ত্রী ড. দীপু মণি ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন। আজাদ বৈশ্বিক নগরায়নে সংস্কৃতি ও মিডিয়ার ভূমিকা নিয়ে বক্তব্য রাখেন। বক্তব্যে তিনি সাংস্কৃতিক বৈচিত্র্য, শান্তি শিক্ষা ও শান্তির সংস্কৃতি ছড়িয়ে দিতে সোশ্যাল ও ইলেক্ট্রনিক মিডিয়ার মাধ্যমে যুব সমাজকে উৎসাহিত করার ওপর জোর দেন।
বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১৩
কেএইচকিউ/জেডএম/এসআরএস