ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

তালেবানের শীর্ষ ৭ নেতাকে মুক্তি দিচ্ছে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১৩
তালেবানের শীর্ষ ৭ নেতাকে মুক্তি দিচ্ছে পাকিস্তান

ঢাকা: শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে তালেবানের শীর্ষ ৭ নেতাকে মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছে পাকিস্তান।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় শনিবার এক বিবৃতিতে জানিয়েছে, তালেবানকে মূল ধারার রাজনীতিতে ফেরানোর লক্ষ্যে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের সঙ্গে সম্মত হয়ে শীর্ষ তালেবান নেতা মনসুর দাদুল্লাহ, সাইদ ওয়ালি, আবদুল মান্নান, কারিম আঘা, শের আফজাল, গুল মোহাম্মদ ও মোহাম্মদ জাইকে মুক্তি দেওয়া হচ্ছে।



বিবৃতিতে জানানো হয়, গত বছর তালেবানের ২৬ বন্দিকে মুক্তি দেওয়ার পর এই শীর্ষ নেতাদেরও মুক্তি দেওয়া হচ্ছে।

তবে তালেবানদের মুক্তি দেওয়া হয়ে গেছে, নাকি  প্রক্রিয়া চলছে এ ব্যাপারটি পরিষ্কার করা হয়নি বিবৃতিতে।

এছাড়া, কোন কারাগারে তারা বন্দি আছেন এবং কিভাবে মুক্তি দেওয়া হবে এ ব্যাপারেও কিছু জানানো হয়নি।

উল্লেখ্য, গত মে মাসের পার্লামেন্ট নির্বাচনে জয়লাভ করার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সঙ্গে সাক্ষাৎ করতে গত সপ্তাহে দু’দিনের সফরে ইসলামাবাদ যান আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বলছে, তালেবানের সঙ্গে শান্তি আলোচনায় ইচ্ছুক নওয়াজ শরীফের সঙ্গে এ বিষয়েই কথা বলেছেন হামিদ কারজাই। আফগান-পাক অঞ্চলে সশস্ত্র তালেবানের সঙ্গে শান্তি প্রক্রিয়া শুরু করে তাদের মূল ধারার রাজনীতিতে ফেরানোর লক্ষ্যেই এ মুক্তি প্রক্রিয়া শুরু হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৩
এইচএ/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।