ঢাকা, রবিবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

জীবন রক্ষায় ত্রাতা মোবাইল!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪৭, সেপ্টেম্বর ১০, ২০১৩
জীবন রক্ষায় ত্রাতা মোবাইল!

ঢাকা: মোবাইল ফোন মানবজীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে এ কথা সবাই স্বীকার করেন। কিন্তু হন্তারক মেরু ভল্লুকের আক্রমণ থেকে জীবন বাঁচাতে একেবারে ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হবে কে ভেবেছে?

সত্যিই সত্যিই মোবাইল সেটকে ঢাল হিসেবে ব্যবহার করে ভয়ংকর মেরু ভল্লুকের আক্রমণ থেকে বেঁচে গেলেন কানাডার এক নাগরিক!

ওই ব্যক্তির নাম উল্লেখ না করলেও কানাডার সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, দেশটির মধ্যাঞ্চলীয় প্রদেশ ম্যানিটোবার উপকূলীয় শহর চার্চিলের বাসিন্দা ওই লোক তার বাড়ির পাশ দিয়ে আনমনে হাঁটার সময় হঠাৎ একটি মেরু ভল্লুকের আক্রমণের শিকার হন।

ভয়ংকর ভল্লুকটি তার পিঠে কামড়ে দেয় এবং শার্ট ছিঁড়ে ফেলে।

চার্চিলের মেয়র মাইক স্পেন্স বলেন, বুদ্ধিমান লোকটি ভল্লুকের থাবায় পড়েও সাহস হারাননি। তাৎক্ষণিকভাবে সঙ্গে থাকা মোবাইল সেটটির আলো ফেলেন ভল্লুকের চোখে। আর তাতেই ভড়কে যায় ভল্লুকটি। শুধু ভয়ই পায়নি, মুহূর্তেই দৌঁড়ে পালিয়েছে সে!

স্থানীয় প্রাণী সংরক্ষণ কর্মকর্তারা জানিয়েছেন, যেদিন লোকটিকে আক্রমণ করা হয়েছে সেদিনই একটি মেরু ভল্লুক আটক করা হয়েছে ওই এলাকা থেকে।

উল্লেখ্য, মেরু ভল্লুকের রাজধানী হিসেবে চার্চিল শহরের বিশ্বজোড়া খ্যাতি রয়েছে।

বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৩
এইচএ/এমজেডআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।