ঢাকা, রবিবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

রাসায়নিক অস্ত্র প্রস্তাব গ্রহণ করল সিরিয়া

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪৬, সেপ্টেম্বর ১০, ২০১৩
রাসায়নিক অস্ত্র প্রস্তাব গ্রহণ করল সিরিয়া

ঢাকা: যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হস্তক্ষেপ এড়াতে সিরিয়ার সরকার আন্তর্জাতিক নিয়ন্ত্রণের অধীনে রাসায়নিক অস্ত্র রাখার ক্ষেত্রে রাশিয়ার প্রস্তাবে সম্মত হয়েছে। রাশিয়ার সংবাদ সংস্থার মাধ্যমে রয়টার্স এ তথ্য জানিয়েছে।



সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল-মুয়াল্লেম মঙ্গলবার বলেন, ‘গতকাল পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সাথে একটি ফলপ্রসূ আলোচনা হয়েছে। সে রাসায়নিক অস্ত্রের ব্যাপারে পদক্ষেপ নিতে একটি প্রস্তাব দিয়েছে। এবং বিকেলে আমরা সে পদক্ষেপের ব্যাপারে একমত হয়েছি। ’

তিনি বলেন, ‘সিরিয়া এটা গ্রহণ করেছেন কারণ এটা যুক্তরাষ্ট্রের আগ্রাসন বন্ধ করবে। ’

এর আগে রাশিয়া জানিয়েছিল, তারা আন্তর্জাতিক নিয়ন্ত্রণের অধীনে সিরিয়ার অস্ত্র রাখার বিষয়ে কার্যকর ও সুনির্দিষ্ট পরিকল্পনা করতে কাজ করছে। তখন ফ্রান্স জানিয়েছিল, তারা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবের মাধ্যমে দামেস্কে চাপ সৃষ্টি করবে যাতে তারা অস্ত্র কর্মসূচি উন্মুক্ত করে দেয়।

মঙ্গলবার ফ্রান্স জানিয়েছে, তারা জাতিসংঘ চার্টারের সপ্তম অধ্যায় অনুযায়ী জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবের ব্যাপারে কাজ শুরু করবে।

সিরিয়া রাশিয়ার প্রস্তাবকে স্বাগত জানিয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা জানিয়েছেন, তিনি এই সংকটের মধ্যে একটি স্থিতিশীলতা দেখতে পেলেও সংকট নিয়ে তিনি পুরোপুরি সন্দেহ মুক্ত নন।

ওবামা রাশিয়ার পরিকল্পনাকে স্বাভাবিকভাবেই দেখছেন। তিনি বলেছেন, যদি এটা ঘটে তিনি তা বিবেচনা করবেন। এবং সামরিক হস্তক্ষেপও স্থগিত হতে পারে।

ইরান এবং চীনও মঙ্গলবার রাশিয়ার প্রস্তাবকে স্বাগত জানিয়েছে।

তবে ইসরায়েল এ পরিকল্পনাকে সন্দেহের চোখে দেখছে। দেশটির প্রেসিডেন্ট সিমন পেরেস সোমবার সতর্ক করে বলেছেন, এ আলোচনা করা কঠিন হবে। আর সিরিয়া এর যোগ্য নয়। ’

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৩/আপডেটেড: ১৯৫৫ ঘণ্টা
কেএইচকিউ/আরকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।