ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আফগানিস্তানে মার্কিন কনস্যুলেটে তালেবানের হামলা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৩
আফগানিস্তানে মার্কিন কনস্যুলেটে তালেবানের হামলা

ঢাকা: আফগানিস্তানের হেরাতে যুক্তরাষ্ট্রের কনস্যুলেটে হামলা চালিয়েছে তালেবান। শুক্রবার ভোরের দিকে ওই হামলায় সাতজন পুলিশ সদস্য মারা গেছে বলে ‍জানা গেছে।



একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম কাছে হামলা চালানোর বিষয়টি স্বীকার করেছে তালেবান। তালেবান জানায়, এক আত্মঘাতী হামলাকারী শুক্রবার ভোরের দিকে কনস্যুলেট ভবনের বাইরে বিস্ফোরণ ঘটায়।

কাতারভিত্তিক একটি সংবাদ মাধ্যম জানায়, প্রচণ্ড একটি শব্দ শোনার পরই আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় শহরটিতে কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে।   মার্কিন সংবাদ সংস্থা এপি জানিয়েছে, সেখানে গাড়ি বোমা হামলা  হয়েছে।

বাংলাদেশ সময়: ০৯৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৩
এসএফআই/জিসিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।