ঢাকা, রবিবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

মোবারকের পুনর্বিচার শুরু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫২, সেপ্টেম্বর ১৪, ২০১৩
মোবারকের পুনর্বিচার শুরু

ঢাকা: মিশরের সাবেক প্রেসিডেন্ট হোসনি মোবারকের বিচার পুনরায় শুরু হয়েছে। শনিবার দেশটির একটি আদালতে ২০১১ সালে তার বিরুদ্ধে আন্দোলনের সময় হত্যাকাণ্ডের ঘটনার সঙ্গে জড়িত থাকার মামলার বিচার নতুন করে শুরু হয়।



গত বছর ওই মামলায় দোষীসাব্যস্ত করে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল কিন্তু রায় বিরুদ্ধে আপিল করেন মোবারক। আপিলের পরিপ্রেক্ষিতে তার যাবজ্জীবন বাতিল করে নতুন করে বিচার শুরু করার নির্দেশ দেয় আদালত।

কত মাসে আদালত তাকে ছেড়ে দেওয়ার নির্দেশ। তবে তিনি এখণ গৃহবন্দী রয়েছেন। ৮৫ বছর বয়সী মোবারক ২০১১ সালে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে কারাগারে ছিলেন।

৮৫ বছর বয়সী মোবারকের শারীরিক অবস্থাকে সামনে এনে তার মুক্তি দাবি করে তার সমর্থকরা।

উত্তরসূরী মোহাম্মদ মুরসির শাসনামলে মোবারকের যাবজ্জীবন কারাদণ্ডের রায় হলেও মুরসির পতনের পরপরেই তিনি মুক্তি পান।

বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৩
এসএফআই/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।