ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

নাইজেরিয়ায় সেনা অভিযানে নিহত ৫০ বিচ্ছিন্নতাবাদী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১৩
নাইজেরিয়ায় সেনা অভিযানে নিহত ৫০ বিচ্ছিন্নতাবাদী

ঢাকা: নাইজেরিয়ার সেনাবাহিনীর  অভিযানে দেশটির  বিচ্ছিন্নতাবাদী সংগঠন বোকো হারামের ৫০ জন সদস্য নিহত হয়েছে। শনিবার সেনাবাহিনীর এক মুখপাত্র এ তথ্য জানান।



বুধ ও বৃহস্পতিবার দেশটির উত্তরপূর্বাঞ্চলে বর্নো প্রদেশের একটি গ্রামে বোকো হারামের সদস্যদের হামলায় ২০ জন নিহত হয়। সেনাবাহিনী এজন্য সন্দেহবশে বোকো হারামের বিরুদ্ধে অভিযান চালায়।

সেনাবাহিনীর মুখপাত্র সগির মূসা স্থানীয় পত্রিকাকে জানান, বিচ্ছিন্নতাবাদীদের ধরতে তাদের ক্যাম্পে অভিযান চালানো হয়। এ সময় বিমান থেকে গুলিবর্ষণে ৫০ জন নিহত হয়।

বোকো হারাম উত্তর নাইজেরিয়ায় শরিয়া ভিত্তিক আইনের প্রতিষ্ঠা করতে চায়। আফ্রিকার শীর্ষ তেল রফতানিকারক দেশ নাইজেরিয়ার সরকার বোকো হারামকে তাদের জন্য একটি বড় হুমকি বলে মনে করে।

বর্নো প্রদেশের এক বাসিন্দা জানান, সেনাবাহিনী মাঝে মাঝে সামরিক সদস্যদের হতাহত ও বেসামরিক নাগরিকদের মৃত্যুর খবর বাড়িয়ে বলে নিজেদের সাফল্যকে অতিরঞ্জিত করে তোলে।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৩
কেএইচকিউ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।