ঢাকা: পূর্ব আফ্রিকার দেশ সোমালিয়ার দু’টি জনাকীর্ণ রেস্টুরেন্ট ও হোটেলে বিস্ফোরণে ১৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে অনেকে।
শনিবার পুলিশের উদ্ধৃতি দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, রাজধানী মোগাদিসুতে অবস্থিত পার্লামেন্ট ভবনের কাছে ভিলেজ রেস্টুরেন্ট ও মুনা হোটেলে এ বিস্ফোরণ ঘটানো হয়। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয়রা জানিয়েছেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কাছে জনপ্রিয় রেস্টুরেন্ট ও হোটেল দু’টিকে লক্ষ্য করে এর আগেও বিস্ফোরণ ঘটানো হয়েছিল।
তবে কারা এই হামলা চালিয়েছে অথবা কী ধরনের বিস্ফোরক দ্রব্য ব্যবহার করা হয়েছে এ ব্যাপারে কিছু জানা যায়নি।
উল্লেখ্য, সশস্ত্র জঙ্গিদের সঙ্গে সোমালিয়ার প্রশাসন প্রতিনিয়ত লড়াই করে যাচ্ছে এবং বিশ্বের সবচেয়ে অপরাধ প্রবণ হিসেবে দেশটির কুখ্যাতি রয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৩
এইচএ/এসআরএস