ঢাকা, রবিবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

আগস্টে রপ্তানি বেড়েছে চীনে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৩১, সেপ্টেম্বর ৯, ২০১৩
আগস্টে রপ্তানি বেড়েছে চীনে

ঢাকা: বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শক্তিশালী অর্থনীতির দেশ চীনে চলতি বছরের আগস্টে গত বছরের তুলনায় রপ্তানির পরিমাণ বৃদ্ধি পেয়েছে। এর ফলে সাম্প্রতিক সময়ে দেশটির বাণিজ্যের ক্ষেত্রে যে মন্দাভাব ছিল তার উন্নতি ঘটবে বলে আশা করছেন বিশ্লেষকরা।



দেশটিতে এই আগস্টে গত বছরের তুলনায় বৈদেশিক চালানের পরিমাণ বেড়েছে ৭ দশমিক ২ শতাংশ। অথচ পূর্বের ধারাবাহিকতায় বিশ্লেষকরা রপ্তানির পরিমাণ আশা করেছিলেন ৫ দশমিক ৫ শতাংশ।

রপ্তানি বৃদ্ধির এই পরিমাণ গত প্রায় দেড় বছরের মধ্যে সর্বোচ্চ।

চীনের অর্থনৈতিক উন্নয়নে সবচেয়ে বড় ভূমিকা রাখে রপ্ত‍ানি ও উৎপাদন খাত। যা গত কয়েক বছর ধরে ধীর গতিতে চলছে।

বাণিজ্যের সর্বশেষ এই চিত্র দেশটির অর্থনৈতিক উন্নতির লক্ষণ বলে মনে করছেন বিশ্লেষকরা।

পাশাপাশি আমদানির পরিমাণ কম হওয়ায় বাণিজ্য উদ্বৃত্ত হয়েছে প্রায় দুই হাজার ৮৫০ কোটি ডলার।

বাংলাদেশ সময়: ১১২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৩
জেডএস/বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।