ঢাকা, রবিবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ইরানি কেবিনেটের ফেসবুক পেজ!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০০, সেপ্টেম্বর ৯, ২০১৩
ইরানি কেবিনেটের ফেসবুক পেজ!

ঢাকা: ইসলামিক রিপাবলিক অব ইরানের মন্ত্রিসভার ফেসবুকে পেজ খোলা হয়েছে। যদিও দেশটিতে ফেসবুকসহ সামাজিক গণমাধ্যম ব্যবহার সাধারণের জন্য নিষিদ্ধ।



সোমবার ইরানের একটি পত্রিকা আভাস দেয়, পরবর্তীতে ফেসবুকসহ সামাজিক গণমাধ্যম সীমিত আকারে সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হতে পারে।

সংবাদ মাধ্যমটি জানায়, ইরানের মন্ত্রিসভার ১৫ জন মন্ত্রীর ফেসবুক পেজ খোলা হয়েছে।

এদিকে, মধ্য ও সংস্কারপন্থি প্রেসিডেন্ট হাসান রৌহানি সমর্থক এক মন্ত্রী আগস্ট মাসে ফেসবুকে তার পেজটি আবার উন্মুক্ত করেন।

তবে ইসলামী কট্টরপন্থিদের বক্তব্য, ইন্টারনেট দুর্নীতিগ্রস্ত একটি মাধ্যম। কিন্তু ইরানে ফেসবুকসহ সামাজিক গণমাধ্যম নিষিদ্ধ ঘোষিত থাকলেও সাধারণ মানুষ লুকিয়ে লুকিয়ে প্রক্সি সার্ভার ব্যবহার করে ফেসবুকসহ সামাজিক গণমাধ্যমে প্রবেশ করেন।

প্রেসিডেন্টশিয়াল নির্বাচনে রৌহানির প্রতীক ছিল- চাবি। সে কারণে দেশটির অনেকেই মনে করছেন, সংস্কারপন্থি রৌহানি ইন্টারনেট ফিল্টারিং তুলে নেবেন।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৩
এবি/বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।