ঢাকা: আইফোন, ব্ল্যাকবেরি ও অ্যানড্রইডের মতো স্মার্টফোনগুলোকে নিজেদের গুপ্তচর বৃত্তির হাতিয়ার হিসেবে ব্যবহার করে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থাগুলো।
এসব স্মার্টফোনের গোপন নিরাপত্তা সংকেতকে কৌশলে হাতিয়ে নিয়ে বা দুর্বল করে ব্যবহারকারীর তথ্য সংগ্রহ করে দুই দেশের গোয়েন্দারা।
প্রাপ্ত ডকুমেন্টের ভিত্তিতে এমন দাবি করেছে জার্মানির সাপ্তাহিক ডের স্পাইগেল। সাপ্তাহিকটির দাবি, মার্কিন ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি (এনএসএ) ও ব্রিটিশ জিসিএইচকিউ গোপন তথ্য সংগ্রহে যৌথভাবে এ কর্মসূচি চালিয়েছে।
শনিবার বার্লিনে ইন্টারনেট ব্যবহারকারীদের ওপর এনএসএ’র নজরদারি বন্ধ করতে হাজার হাজার লোক বিক্ষোভ করেছে।
ডের স্পাইগেল জানিয়েছে, গোয়েন্দা দলগুলো স্মার্টফোনের গোপন সংকেত উন্মোচন করে ব্যবহারকারীর যোগাযোগ সম্পর্কিত তথ্য সংগ্রহ করত।
তবে কিভাবে এ তথ্যাদি পেয়েছে তা জানায়নি পত্রিকাটি। তবে ডের স্পাইগেলের এ সংক্রান্ত নিবন্ধনটির এক লেখক হচ্ছেন মার্কিন চলচ্চিত্রকার লরা পইট্রাস।
এনএসএ’র গোপন নজরদারি কর্মসূচির তথ্য ফাঁসকারী এডওয়ার্ড স্নোডেনের সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে বলে ধারণা করা হয়।
বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৩
এসএফআই/এসআরএস