ঢাকা: তামিল পতাকাকে অন্য আটটি দেশের পাশাপাশি ভাষা যোগাযোগ মাধ্যম হিসেবে ব্রিটেনের মেট্রো পুলিশের তালিকায় (কন্টাক্ট পয়েন্ট) যুক্ত করা হয়েছে।
এর মাধ্যমে পক্ষান্তরে লিবারেশন টাইগার্স অব তামিল ইলম (এলটিটিই)-কেই স্বীকৃতি দেওয়া হলো বলে মনে করছেন শ্রীলঙ্কাবাসী।
অথচ ব্রিটেনে এলটিটিই-কে এক ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে বিবেচনা করা হয়।
এ ব্যাপারে কয়েকদিন আগে ব্রিটেনের মেট্রো পুলিশের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় পর্যায়ে ভাষা যোগাযোগের মাধ্যম হিসেবে একটি দেশের জাতীয় পতাকাকে রাখা হয়। সে হিসেবেই তামিল পতাকাকে রাখা হয়েছে।
বিজ্ঞপ্তিতে মোট নয়টি দেশের মধ্যে তালিকায় ১ম বাংলাদেশের পতাকা, ২য় অবস্থানে লিথুনিয়া, ৩য় অবস্থানে পর্তূগাল, ৪র্থ অবস্থানে পাঞ্জাব, ৫ম অবস্থানে রোমানিয়া, ৬ষ্ঠ অবস্থানে সোমালি, ৭ম অবস্থানে স্পেন, ৮ম অবস্থানে তুরস্ক এবং ৯ম অবস্থানে তামিল পতাকাকে রাখা হয়েছে।
এদিকে, দ্য এশিয়ান ট্রিবিউন সোমবার এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে জানায়, কেন তামিল পতাকাকে ব্রিটিশ মেট্রো পুলিশ ভাষা যোগাযোগের মাধ্যম হিসেবে তুলে ধরলো, তা জানার অপেক্ষায় রয়েছে তারা।
প্রতিবেদনে আরো বলা হয়, হয়ত জাতিগতভাবে তামিলদের সামনে এগিয়ে নিতে ব্রিটিশ পুলিশ তামিল পতাকাকে তাদের তালিকাভুক্ত করেছে।
প্রসঙ্গত, শ্রীলঙ্কায় তামিল ভাষা সিংহলীর ভাষার সমমর্যাদা সম্পন্ন। এদিকে, শ্রীলঙ্কার তামিল জাতিগোষ্ঠী আলাদা দেশ প্রতিষ্ঠার জন্য প্রায় ২২ বছর রাষ্ট্রীয় বাহিনীর সঙ্গে লড়াই করেছে।
বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৩
এবি/জেসিকে