ঢাকা, রবিবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

সিরিয়াকে রাসায়নিক অস্ত্র ত্যাগের পরামর্শ রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১২, সেপ্টেম্বর ৯, ২০১৩
সিরিয়াকে রাসায়নিক অস্ত্র ত্যাগের পরামর্শ রাশিয়ার

ঢাকা: যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর সম্ভাব্য হামলা এড়াতে মজুদ থাকা রাসায়নিক অস্ত্র ত্যাগ করতে সিরিয়াকে পরামর্শ দিয়েছে রাশিয়া। রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে বলেছেন, সংঘাত এড়াতে আন্তর্জাতিক কর্তৃপক্ষের কাছে রাসায়নিক অস্ত্র সমর্পন করুন যাতে তারা সেগুলো ধ্বংস করে ফেলতে পারে।

একই সঙ্গে সিরিয়ায় পশ্চিমাদের হামল‍া হলে তা ভয়াবহ পরিণতি ডেকে আনবে বলেও হুঁশিয়ারি করেন তিনি। তিনি বলেন, সিরিয়ায় সামরিক হামলা ‘সন্ত্রাসবাদের বিস্ফোরণ ঘটাবে’ এবং শরণার্থীর এক নয়া স্রোতের সৃষ্টি করবে।

সোমবার মস্কোয় সিরিয়‍ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ মুয়াল্লেমের সঙ্গে এক বৈঠকে এসব কথা বলেন সার্গেই ল্যাভরভ। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ এখনও আলোচনার জন্য প্রস্তুত আছেন বলে জানান রুশ পররাষ্ট্রমন্ত্রী।

এখনও সিরিয়া সংকটের রাজনৈতিক সমাধান সম্ভব বলে বিশ্বাস সার্গেই ল্যাভরভের। তিনি বলেছেন, মুয়াল্লেম তাকে নিশ্চয়তা দিয়েছেন যে সিরিয়া এখনও শান্তি আলোচনা করতে প্রস্তুত।

সুইজারল্যান্ডের জেনেভার শান্তি সম্মেলনে যোগ দেওয়ার আগ্রহ ব্যক্ত করেছে সিরিয়া। কোনো ধরনের পূর্ব শর্ত ছাড়াই বাশার আল-আসাদের সরকার শান্তি আলোচনায় বসতে চায় বলে জানিয়েছেন ওয়ালিদ মুয়াল্লেম।

ওই শান্তি সম্মেলন আয়োজনের ব্যাপারে গত মে মাসে সম্মত হয়েছিল যুক্তরাষ্ট্র ও রাশিয়া। কিন্তু সিরিয়ার সংকট ঘনীভূত হওয়ায় তা এখনও হয়ে উঠেনি।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৩
এসএফআই/জেসিকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।