ঢাকা: মৃত্যুর ১২০ বছরেরও বেশি সময় পর ভিনসেন্ট ভ্যান গগের একটি নতুন চিত্রকর্ম উন্মোচন করা হয়েছে। ডাচ চিত্রশিল্পী ভ্যান গগের বিপুল চিত্রকর্মের সংগ্রাহক আমস্টারডামের ভ্যান গগ মিউজিয়াম নতুন এ চিত্রকর্মটি উন্মোচন করেছে।
সোমবার ‘সানসেট অ্যাট মঁতমাজু’ শিরোনামের ল্যান্ডস্কেপ চিত্রটি উন্মোচন করা হয়। এক বিবৃতিতে মিউজিয়ামের পরিচালক অ্যাক্সেল রুগার বলেছেন, এ ধরনের বিশাল আবিষ্কার ভ্যান গগ মিউজিয়ামের ইতিহাসে আর কখনও ঘটেনি।
ভ্যান গগ মৃত্যুর দু বছর আগে ১৮৮৮ সালে বিশালাকারের এই চিত্রটি এঁকেছিলেন বলে ধারণা করা হচ্ছে। ওই সময়টাকে তার শৈল্পিক সাফল্যের সুবর্ণকাল হিসেবে বিবেচনা করেন অনেকে।
ছবিটিতে তুলে ধরা হয়েছে, ফ্রান্সের দক্ষিনের আরলেসের ভূদৃশ্য। চিত্রটি অঙ্কনের সময় ভ্যান গগ ওই এলাকায় কর্মরত ছিলেন বলে জানিয়েছে মিউজিয়াম কর্তৃপক্ষ।
নেদারল্যান্ডসের আমস্টারডামের ভ্যান গগ মিউজিময়ামে ২৪ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া ‘ভ্যান গগ অ্যাট ওয়ার্ক’ প্রদর্শনীতে শোভা পাবে চিত্রটি।
১৮৫৩ সালে জন্মগ্রহণকারী ভ্যান গগ বিশ্বের শ্রেষ্ঠ ও খুবই মনোমুগ্ধকর কিছু চিত্র এঁকেছেন যা তাকে স্মরণীয় করে রেখেছে। এগুলোর কয়েকটি হচ্ছে, ‘সানফ্লাওয়ার’, ‘ইরিসিস’, এবং ‘স্টাররি নাইট’সহ নিজের পোর্ট্রেট কিছু চিত্র।
বাংলাদেশ সময়: ২১৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৩
এসএফআই/জেসিকে