ঢাকা, রবিবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

প্রদর্শনীতে উঠছে কেনেডির শেষ দিনের ছবিগুলো

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:২৭, সেপ্টেম্বর ১০, ২০১৩
প্রদর্শনীতে উঠছে কেনেডির শেষ দিনের ছবিগুলো

ঢাকা: যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডি ১৯৬৩ সালের ২২ নভেম্বর আততায়ীর গুলিতে নিহত হন। টেক্সাসের ডালাসে একটি রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিতে গিয়ে প্রাণ হারান যুক্তরাষ্ট্রের ৩৫তম প্রেসিডেন্ট।

সংক্ষেপে জেএফকে নামে পরিচিত কেনেডির গলা, পিঠ ও ‍মাথায় গুলি করেন আততায়ী। কেনেডির নিহত হওয়ার দিনটি মার্কিন তথা বিশ্বের ইতিহাসে দুঃখজনক একটি ঘটনা।

কেনেডির সেদিনের ছবিগুলো আজ ইতিহাসের ‍অংশে পরিণত হয়েছে।

রাস্তার পথচারীরা সখের বশে তুলেছিলেন প্রেসিডেন্টের ছবি, সেসব ছবি প্রথমবারের মতো প্রদর্শনীতে তোলা হচ্ছে।


নিউইয়র্কস্থ ইন্টারন্যাশনাল সেন্টার অব ফটোগ্রাফি আয়োজন করেছে ‘জেএফকে নভেম্বর ২২, ১৯৬৩ : অ্যা বাইস্টানডার’স ভিউ অব হিসট্রি’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী।

আগামী ৪ অক্টোবর থেকে শুরু হয়ে এ প্রদর্শনী চলবে ২০১৪ সালের ১২ জানুয়ারি পর্যন্ত।

প্রদর্শনীতে স্থান পাওয়া ছবিগুলো সরকারিভাবে প্রকাশিত ছবিগুলোর বাইরের। এসব ছবির কতগুলো সেই সময়ের সংবাদের সঙ্গে প্রকাশিত হয়েছিল।

বাংলাদেশ সময়: ০১১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৩
এসএফআই/এমজেডআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।