ঢাকা: মঙ্গলবার বহুল আলোচিত দিল্লি গণধর্ষণ মামলার রায়। দিল্লির একটি আদালত আজ আরো পরের দিকে চার অভিযুক্তের বিরুদ্ধে এই রায় প্রদান করবেন।
বিচারক যিনি ফেব্রুয়ারি থেকেই এই মামলার শুনানি করে আসছেন, তিনি বিশেষ দ্রুত বিচার আদালতে এই রায় প্রদান করবেন।
গত বছরের ডিসেম্বরে দিল্লিতে চলন্ত বাসে মেডিকেল ছাত্রীকে গণধর্ষণ করে বাস থেকে ফেলে দেওয়া হয়। দুইদিন পর চিকিৎসাধীন অবস্থায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে মারা যায় ওই ছাত্রী। এই ঘটনায় ভারতসহ বিশ্বব্যাপী সমালোচনার ঝড় উঠে।
অভিযুক্ত চারজন হচ্ছে ভিনয় শর্মা, অক্ষয় ঠাকুর, পাওয়ান গুপ্তা এবং মুকেশ সিং। এদের সকলের বয়স ১৯-৩৫ বছরের মধ্যে।
ধারণা করা হচ্ছে, এই চারজনকে মৃত্যুদণ্ডের দণ্ডিত করতে পারেন আদালত। অভিযুক্ত চারজন তাদের বিরুদ্ধে আনা হত্যা এবং ধষর্ণ অভিযোগ অস্বীকার করেছে।
এদিকে ধর্ষণের সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ পাওয়া এক কিশোরকে গত মাসে তিন বছরের জন্য সংশোধানাগারে পাঠানো হয়েছে। অপরাধ কর্মের সময় তার বয়স ছিল ১৭ বছর।
পঞ্চম অভিযুক্ত ব্যক্তি, রাম সিং, মার্চে কারাগারে আত্মহত্যা করে বলে পুলিশ জানিয়েছে। রাম সিংয়ের পরিবার বলছে, তাকে হত্যা করা হয়েছে।
বাংলাদেশ সময়: ০৮০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৩
কেএইচ/বিএসকে