ঢাকা: নিজেদের পোষা কুকুর ছানাটি বাঁচাতে ১৫০ ফুট উঁচু পাহাড় থেকে লাফ দিয়েছিলেন এক প্রকৌশলী ও তার বান্ধবী। তবে তার বান্ধবী গুরুতর আহত হয়ে প্রাণে বেঁচে গেলেও প্রেমিক প্রকৌশলী প্রাণ হারিয়েছেন।
সামান্য একটি কুকুর ছানাকে বাঁচাতে ঝুঁকি পাহাড় থেকে ওই দুই প্রেমিক যুগলের লাফ দেওয়ার ঘটনাটি মঙ্গলবার ব্রিটিশ একটি সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে।
২৭ বছর বয়সী প্রকৌশলী রিস ক্লার্ক ও তার পোলিশ বংশোদ্ভূত প্রেমিকা আনিয়া প্রিয় কুকুর ছানা শেরলককে নিয়ে পাহাড়ের ওপরে হাঁটছিলেন। হঠাৎ পাহাড়ের চূড়া থেকে ১০ ফুট নিচে পড়ে যায় শেরলক। তাকে বাঁচাতেই রিস ক্লার্ক ও আনিয়া লাফ দেন। কিন্তু ১০ ফুট নিচের লক্ষ্যস্থল থেকে তারা দুজনই হাতে হাত থাকা অবস্থায় ছিটকে পড়েন পাহাড়টির পাদদেশে।
ঘটনাস্থলেই প্রাণ হারান রিস। আর ভাগ্যচক্রে বেঁচে যান পিএইচডি শিক্ষার্থী আনিয়া।
বাংলাদেশ সময়: ২২২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৩
এসএফআই/আরআইএস