ঢাকা: বিশ্বের কয়েকটি প্রধান পোশাক ক্রেতা প্রতিষ্ঠান বাংলাদেশে পোশাক কারখানায় দুর্ঘটনায় নিহত ও আহত শ্রমিকদের ক্ষতিপূরণের ব্যাপারে বৈঠক করবে।
বুধবার জেনেভায় তৈরি পোশাকের আন্তর্জাতিক ক্রেতাদের সঙ্গে শ্রমিক সংগঠনগুলোর এ গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে।
বৈঠকে আলোচনার মাধ্যমে ক্রেতা প্রতিষ্ঠানগুলো গত এপ্রিলে সাভারে রানা প্লাজা ভবন ধসসহ অন্যান্য দুর্ঘটনায় আহত ও নিহতদের ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ করবে।
রানা প্লাজা ভবন ধসে সহস্রাধিক মানুষ নিহত হয়, আহত হয় ২৫’শরও বেশি মানুষ।
শ্রমিক সংগঠনগুলো জানিয়েছে, রানা প্লাজা ভবন ধস দুর্ঘটনায় নিহতদের পরিবারগুলোকে বেঁচে থাকার জন্য রীতিমতো যুদ্ধ করতে হচ্ছে।
বৈঠকে তাজরীন ফ্যাশনে অগ্নিকাণ্ডে নিহতদের ক্ষতিপূরণের ব্যাপারেও আলোচনা করা হবে। গত নভেম্বরে আশুলিয়ার তাজরীন ফ্যাশনে অগ্নিকাণ্ডে ১’শরও বেশি মানুষ নিহত হয়।
জেনেভায় দুদিনব্যাপী এ বৈঠকের আয়োজন করেছে শ্রমিকদের বিশ্বসংঘ ‘ইন্ডাস্ট্রিঅল’ (IndustryAll)। আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মধ্যস্থতায় এই বৈঠকে ১২টি ক্রেতা প্রতিষ্ঠান যোগ দিতে রাজি হলেও ওয়ালমার্ট, ম্যাঙ্গো ও বেনেটোর মতো বিশটির বেশি প্রতিষ্ঠান এতে যোগ দিতে অস্বীকৃতি জানিয়েছে।
যদিও ওয়ালমার্ট ও ম্যাঙ্গো উভয়েরই রানা প্লাজা ফ্যাক্টরির ক্রেতা ছিলো।
ইন্ডাস্ট্রিঅল ও পোশাক শিল্প শ্রমিকদের জন্য তৎপর এনজিও ক্লিন ক্লদস ক্যাম্পেইন, এসব কোম্পানির সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছে।
তারা জানিয়েছে, এটা আনন্দের যে সিঅ্যান্ডএ ও প্রাইমার্কের মতো বড় কিছু প্রতিষ্ঠান বৈঠকে উপস্থিত থাকবে। কিন্তু এটা দুঃখজনক যে, ওয়ালমার্ট ও ম্যাঙ্গোর মত প্রতিষ্ঠান এ বৈঠকে থাকবে না।
তারা বলছে, ক্রেতা প্রতিষ্ঠানগুলো কোনভাবেই বাংলাদেশের এসব দুর্ঘটনার ক্ষেত্রে তাদের দায় এড়াতে পারে না এবং ক্ষতিগ্রস্তদের জন্য দীর্ঘমেয়াদী ক্ষতিপূরণের ব্যবস্থা তাদের করতে হবে।
বৈঠকের সংগঠকরা বলেছেন, ‘নিহতের পরিবার ক্ষতিপূরণের জন্য ইতিমধ্যেই দীর্ঘ অপেক্ষা করে ফেলেছেন। ’
বিবিসির সংবাদদাতা জানান, বড় প্রতিষ্ঠানগুলো জেনেভা বৈঠকে আসলেও, এখনও এ সংখ্যা নির্দিষ্ট হয়নি। তবে এক্ষেত্রে তারা ক্ষতিপূরণের পুরোটাই পরিশোধ করতে প্রস্তুত।
গত জুলাইয়ে ৭০টি পোশাক ক্রেতা প্রতিষ্ঠান বাংলাদেশে পোশাক কারখানাগুলোতে নিরাপত্তার মান বাড়াতে কারখানা পরিদর্শনের পরিকল্পনা করেছিল।
বিশ্ববাজারে পোশাক রফতানিতে চীনের পরই বাংলাদেশের অবস্থান।
বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৩
কেএইচকিউ/আরকে