ঢাকা: মার্কিন স্টেট ডিপার্টমেন্ট নিয়মিত প্রেস ব্রিফিংয়ের অংশ হিসেবে বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে তাদের বক্তব্য তুলে ধরেছে।
বুধবার এ বিষয়ে লিখিত বিফিং প্রকাশ করা হয়।
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বাংলাদেশের নির্বাচনী পরিস্থিতি নিয়ে স্টেট ডিপার্টমেন্ট মন্তব্য প্রকাশ করে।
মার্কিন স্টেট ডিপার্টমেন্টের কাছে সাংবাদিকরা জানতে চান বাংলাদেশের নির্বাচন নিয়ে সংলাপ ও শান্তিপূর্ণ নির্বাচনী পরিস্থিতি সৃষ্টিতে কী ধরনের পদক্ষেপ নেওয়া হবে? এর উত্তরে স্টেট ডিপার্টমেন্ট জানায়, বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলোকে আমরা বার বার সুপারিশ করেছি, একসঙ্গে ও ঐক্যমতে উপনীত হয়ে কাজ করতে। ঐক্যমতে পৌঁছালে শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্যভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে।
স্টেট ডিপার্টমেন্ট জানায়, বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে যে সমাধানই হোক না কেন, তা হতে হবে সমঝোতা ও শান্তিপূর্ণভাবে।
ডিপার্টমেন্ট জানায়, এরই মধ্যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বাংলাদেশের গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে গঠনমূলক সংলাপে বসতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিরোধীদলীয় নেতা ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার কাছে চিঠি দিয়েছেন।
বাংলাদেশ সময়: ১২৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৩
কেএইচকিউ/এবি/বিএসকে