ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পরিকল্পনা ব্যর্থ হলেই সিরিয়া হামলা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৩
পরিকল্পনা ব্যর্থ হলেই সিরিয়া হামলা

ঢাকা: সম্ভাব্য সামরিক হামলা এড়াতে আন্তর্জাতিক নিয়ন্ত্রের অধীনে সিরিয়াকে রাসায়নিক অস্ত্র হস্তান্তরের প্রস্তাব দিয়েছে রাশিয়া। সিরিয়াও এ প্রস্তাবে সম্মত হয়েছে।

আর যুক্তরাষ্ট্রের প্রসিডেন্ট বারাক ওবামা ইঙ্গিতে বুঝিয়ে দিলেন এ পরিকল্পনা ব্যর্থ হলেই সিরিয়া হামলা হবে।

বুধবার টেলিভিশনে যুক্তরাষ্ট্রের জনগণের উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে ওবামার দেওয়া বক্তব্যে এ ব্যাপারটা সুস্পষ্ট হল।

তিনি আপাতত দেশটির কংগ্রেসে সিরিয়ায় সামরিক হস্তক্ষেপের অনুমোদনের ব্যাপারে ভোটগ্রহণ কর্মসূচি স্থগিত করেছেন। কিন্তু একই সাথে তিনি দেশটির সামরিক বাহিনীকে একটি নির্দিষ্ট অবস্থান নিয়ে প্রস্তুত থাকতে বলেছেন। যদি সিরিয়ার সাথে রাসায়নিক অস্ত্র হস্তান্তরের পরিকল্পনা ভেস্তে যায় তবেই সিরিয়ায় সামরিক হস্তক্ষেপ করা হবে।

গত মাসে দামেস্কের উপকণ্ঠে রাসায়নিক অস্ত্র হামলার পর যুক্তরাষ্ট্র সিরিয়ায় সামরিক অভিযানের হুমকি দিয়েছিল।

সোমবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ মস্কোতে এক বৈঠকে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল-মোয়াল্লেমকে আন্তর্জাতিক আইনের অধীনে সিরিয়ায় মজুত বিপুল পরিমাণ রাসায়নিক অস্ত্র হস্তান্তরের প্রস্তাব দেন। এবং সিরিয়ার সরকারের পক্ষে ওয়ালিদ মোয়াল্লেম সে প্রস্তাবে সম্মত হয়েছন। তবে যুক্তরাষ্ট্র ও তার জোটসঙ্গীরা পুরো ব্যাপারটাকেই সন্দেহের চোখে দেখছেন।

ইসরাইল তো বলেই ফেলেছে যে, ‘সিরিয়া এর যোগ্য নয়’।

ওবামা তার বক্তব্যে বলেন, ‘এ মুহূর্তে এটা বলার সময় এখনও আসেনি যে আসলে এই প্রস্তাব সফল হবে কিনা। এবং প্রতিটি চুক্তির ক্ষেত্রেই নিশ্চিত করতে হবে যে আসাদ বাহিনী তার কথা রেখেছে। এই উদ্যোগ প্রাথমিকভাবে কোন ধরনের বলপ্রয়োগ ছাড়াই রাসায়নিক অস্ত্রের হুমকি থেকে দূরে রাখতে পারে। ’

মার্কিন কংগ্রেসের ভোট প্রদান স্থগিতের ব্যাপারে তিনি বলেন, ‘আমি সিরিয়ায় সামরিক হস্তক্ষেপে কংগ্রেসের ভোট প্রদান স্থগিতের আহ্বান জানিয়েছি। এবং পররাষ্ট্রমন্ত্রী জন কেরিকে রাশিয়ার প্রতিনিধিদের সাথে বৈঠক করতে পাঠিয়েছি।

আমিও আমাদের খুব কাছের বন্ধু যুক্তরাজ্য ও ফ্রান্সের নেতাদের সাথে কথা বলেছি। আমরা একসাথে রাশিয়া ও চীনকে সঙ্গী করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কাছে আন্তর্জাতিক নিয়ন্ত্রণের অধীনে আসাদ বাহিনীর রাসায়নিক অস্ত্র চূড়ান্তভাবে বিনষ্ট করার প্রস্তাব জানাবো। ’

ওবামা তার বক্তব্যে জানান, তার এখনও সামরিক হস্তক্ষেপের আদেশ দেওয়ার অধিকার রয়েছে।

তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র বিশ্বের পুলিশ নয়। বিশ্বজুড়েই সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটছে। সবকিছু ঠিক করতে পারিনা আমরা।

কিন্তু এ ক্ষেত্রে পরিমিত পদক্ষেপ ও ঝুঁকি নিয়ে, আমরা শিশুদের গ্যাসে আক্রান্ত হওয়া থেকে রক্ষা করতে পারি।

এর মাধ্যমে আমাদের নিজেদের শিশুদেরকেও নিরাপদে রাখতে পারি। আমি বিশ্বাস করি আমাদের প্রতিক্রিয়া জানানো উচিত। ’

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৩
কেএইচকিউ/বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।