ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

থাইল্যান্ডে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ৫ পুলিশ নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৩
থাইল্যান্ডে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ৫ পুলিশ নিহত

ঢাকা: থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহীদের হামলায় পাঁচ পুলিশ সদস্য নিহত হয়েছে বলে ধারণা করছে পুলিশ। বিচ্ছিন্নতাবাদীরা হত্যার পর তাদের অস্ত্র নিয়ে পালিয়ে যায়।



পুলিশ কর্ণেল কোয়িত র‍্যাট্যানাচোটে বুধবার জানান, পাত্তানি প্রদেশের থাং ইয়াংডায়েং শহরের একটি রাস্তায় ৫-৬ জন বিদ্রোহী পুলিশের একটি পিকআপ অনুসরণ করে হামলা চালায়।

চার পুলিশের লাশ পিকআপের পাশেই পাওয়া যায়। আর একজনের লাশ পাওয়া যায় পিকআপের ভেতরে।
নিহত পুলিশ সদস্যরা তেল চোরাচালানকারীদের বিরুদ্ধে দেশটির নেওয়া পদক্ষেপের একটি স্কোয়াডে কাজ করছিলেন।

ধারণা করা হচ্ছে, হামলাকারীরা বারিসান রিভোলুসি নাশিওনালের (বিআরএন) সদস্য।

কয়েকদিন আগে দেশটির ইয়ালা প্রদেশে একটি স্কুলে বিস্ফোরণে দুই জন সেনা সদস্য নিহত ও একটি শিশু আহত হয়, এরপরেই আবার বুধবার এ হামলা চালানো হল।

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অবস্থানরত আল-জাজিরার প্রতিনিধি জানিয়েছেন, ধারণা করা হচ্ছে, পূর্ব পরিকল্পিতভাবেই এ হামলা চালানো হয়েছে।

দেশটির সরকার এ বছরেই বিআরএনের সাথে একটি শান্তি প্রক্রিয়ার কাজ শুরু করেছে। আগামী মাসে আবার এ ব্যাপারে আলোচনা শুরু করবে।

বৌদ্ধপ্রধান দেশটিতে এ ধরনের ঘটনায় এখন পর্যন্ত ৫ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে। ২০০৪ সাল থেকেই দেশটির দক্ষিণে তিনটি প্রদেশে বিদ্রোহের আগুনে ফুঁসে উঠেছে মুসলিম বিদ্রোহীরা।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৩
কেএইচকিউ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।