ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ভোটাভুটি স্থগিত করলেন ওবামা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১২ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৩
ভোটাভুটি স্থগিত করলেন ওবামা

মার্কিন কংগ্রেসে সিরিয়ায় সামরিক অভিযানের বিষয়ে প্রস্তাবিত ভোটাভুটি স্থগিত করেছেন ওবামা। কূটনৈতিক উপায়ে শান্তিপূর্ণ সমাধান বের করার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ওবামা।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, বাশার আল আসাদ যাতে তাদের রাসায়নিক অস্ত্র আত্মসমর্পণ করে তার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব তোলার বিষয়ে কাজ করছে যুক্তরাষ্ট্র।

তিনি বলেন, এই উদ্যোগ ব্যর্থ হলে তার দেশ সিরিয়ায় সামরিক অভিযান চালাতে প্রস্তুত।

প্রেসিডেন্ট আসাদ যাতে আর কখনো রাসায়নিক অস্ত্র ব্যবহার করতে না পারে তা নিশ্চিত করতেই এই হামলা চালানো হবে।

এদিকে মঙ্গলবার পর্যন্ত ওবামার সরকার মার্কিন পার্লামেন্ট কংগ্রেসের সমর্থন পেতে জোর তদবির চালিয়েছে।

কিন্তু দেশটির রাজনীতিক ও জনগণের ওপর বিভিন্ন পত্রিকা ও প্রতিষ্ঠানের চালানো জরিপ থেকে জানা যায়, সরকারের প্রস্তাব খুব অল্প সংখ্যক মানুষের সমর্থন পেতে পারে।

তাই সিরিয়া আক্রমণ করা হবে কি না, সেজন্য কংগ্রেসে যে ভোটাভুটির আয়োজন করার কথা ছিল, সেটিকে আটকে দিয়েছেন ওবামা।

এদিকে প্রথমবারের মতো স্বীকার করেছে তাদের কাছে রাসায়নিক অস্ত্র আছে। তারা রাশিয়ার পরিকল্পনা অনুযায়ী এই অস্ত্র হস্তান্তর করতে চান বলেও জানায়।

আরেক রাশিয়ার বার্তা সংস্থার বরাত দিয়ে বিবিসি জানায়, রাশিয়া কিভাবে সিরিয়ার কাছে মজুদ থাকা রাসায়নিক অস্ত্র নিরাপদে রাখা যায় সে বিষয়ে যুক্তরাষ্ট্রের কাছে একটি প্রস্তাব দিয়েছে।

গত ২১ আগস্ট সিরিয়ার রাজধানী দামেস্কের উপকণ্ঠের কয়েকটি স্থানে বিষাক্ত রাসায়নিক গ্যাস ছড়িয়ে এক হাজারেরও বেশি মানুষকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

বাংলাদেশ সময়: ২২৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৩
কেএইচ/ এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।