ঢাকা: সিরিয়ার রাসায়নিক অস্ত্র আন্তর্জাতিক সম্প্রদায়ের নিয়ন্ত্রণে দেওয়ার বিষয়ে নিউইয়র্কে বৈঠকে বসেছেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী দেশগুলোর প্রতিনিধিরা।
বৈঠকের বিস্তারিত জানা না গেলেও সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ফ্রান্স চাইছে রাসায়নিক অস্ত্রের ব্যাপারে সিরিয়াকে একটি বাধ্যতামূলক নিয়মের আওতায় আনতে।
এদিকে, বৃহস্পতিবার সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায় প্রস্তাব নিয়ে আলোচনা করতে দ্বিপক্ষীয় বৈঠকে বসবে যুক্তরাষ্ট্র ও রাশিয়া।
অন্য দিকে, সামরিক শক্তি প্রয়োগের বদলের সিরিয়া বিষয়ে কূটনৈতিক পন্থা অবলম্বনের জন্য ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
এর আগে, রাশিয়ার পক্ষ থেকে রাসায়নিক অস্ত্র প্রস্তাব পেয়ে সিরিয়ায় অভিযান স্থগিত করার ইঙ্গিত দেয় যুক্তরাষ্ট্র। তাছাড়া, রাসায়নিক অস্ত্রের ভাণ্ডার আন্তর্জাতিক সম্প্রদায়ের হাতে ছেড়ে দেওয়ার প্রস্তাবে সাড়া দিয়েছে দামেস্কও।
মালুলা দখল নিয়ে তুমুল সংঘর্ষ
এ দিকে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, সিরিয়ার খ্রিস্টান অধ্যুষিত শহর মালুলা পুনরায় দখলকে কেন্দ্র করে সেনাবাহিনী ও বিরোধীদের সঙ্গে বুধবার মধ্যরাত পর্যন্ত তুমুল সংঘর্ষ হয়েছে।
সংবাদ মাধ্যমগুলোর প্রতিনিধিরা জানিয়েছেন, দিনভর সংঘর্ষের পর মধ্যরাত পর্যন্তও ব্যাপক গুলি বিনিময় ও বোমা বিস্ফোরণের আওয়াজ শোনা গেছে।
এই সংঘর্ষে আল কায়দা সংশ্লিষ্ট নুসরা ফ্রন্ট ও সেনাবাহিনীর বেশ কিছু সদস্য হতাহত হওয়ার আশঙ্কা কথাও জানিয়েছে সংবাদ মাধ্যমগুলো।
বাংলাদেশ সময়: ০৮২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৩
এইচএ/বিএসকে