ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আট মাসে দিল্লিতে এক হাজার ১২১ ধর্ষণ!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৩
আট মাসে দিল্লিতে এক হাজার ১২১ ধর্ষণ!

দিল্লিতে চলতি বছরের প্রথম আট মাসে এক হাজার ১২১ টি ধর্ষণ মামলা নথিভুক্ত হয়েছে, যা গত ১৩ বছরের মধ্যে সর্বোচ্চ।

সম্প্রতি ভারতের ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো (এনসিআরবি) এই তথ্য প্রকাশ করেছে।

রির্পোটে বলা হয়, আগস্টের ৩১ তারিখ পর্যন্ত এক হাজার ১২১টি ধর্ষণ মামলা নথিভুক্ত করা হয়েছে যা, গত বছরের একই সময়ের তুলনায় দ্বিগুণের বেশি। গত বছর এই সংখ্যা ছিল ৪৬৮টি।

এদিকে ধর্ষণের মামলা বেড়ে যাওয়ার বিষয়ে দিল্লি পুলিশ জানায়, মামলাগুলোর অধিকাংশের কাজ চলছে ও কয়েকটির শেষ হয়েছে। গত বছরের ১৬ ডিসেম্বর দিল্লী গণধর্ষণের পর ভারতে নারীদের নিরাপত্তার বিষয়ে কি পদক্ষেপ নেওয়া যায় সে বিষয়গুলোও গুরুত্বের সঙ্গে চিন্তা করা হচ্ছে।

এনসিআরবি’র সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ২০০১ সালে ৫৭২টি ধর্ষণের ঘটনা নথিভুক্ত হয়েছে। যেখানে ২০১০ সালে এই সংখ্যা ছিল ৫০৭টি।

দিল্লির এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা নাম প্রকাশ না শর্তে বলেন, আজকাল নারীদের যে কোন অভিযোগ রের্কড ও এ বিষয়ে এফআইআর করা হচ্ছে। এর ফলে নথিভুক্ত মামলার সংখ্যা দিনদিন বৃদ্ধি পাচ্ছে।

তিনি আরো বলেন, দিল্লিতে অপরাধজনিত যে ধরনের মামলা হয় এর মধ্যে নারীদের বিরুদ্ধে ঘটিত অপরাধের অপরাধীদের ৮০ ভাগই ঘটনার প্রথম সপ্তাহের মধ্যে গ্রেফতার করা হয়।

এছাড়া নারীদের জন্য আলাদা বিশেষ সেল গঠনের কথা উল্লেখ করে তিনি বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো জনসচেতনতা।

বাংলাদেশ সময়: ১০৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৩
জেডএস/কেএইচ/বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।