ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কোকেন বাম্প!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৩
কোকেন বাম্প!

ভুয়া অন্ত:সত্ত্বা দেখিয়ে কোকেন পাচারকালে এক কানাডিয়ান নারীকে গ্রেফতার করেছে কলোম্বিয়া পুলিশ। কলোম্বো থেকে কানাডা যাওয়ার কালে বিমানবন্দরে তাকে আটক করা হয়।

আগস্ট মাসের শুরুর দিকে আটক ওই নারী পর্যটকের বেশে কানাডা ভ্রমন করেন। বুধবার বোগোটা বিমানবন্দরে একটি ফ্লাইটে উঠার সময় পুলিশ নিরাপত্তার খাতিরে তার অন্ত:সত্ত্বা হওয়ার সময়কাল জিজ্ঞাসা করেন। প্রশ্ন শুনেই ক্ষেপে যান ওই নারী। এতে পুলিশের মনে সন্দেহের সৃষ্টি হয়।

পরে পুলিশ তার দেহে তল্লাশি চালিয়ে পেটের সঙ্গে বাধা অবস্থায় দুই কেজি ওজনের কোকেনের অস্তিত্ব খুঁজে পায় যার বাজার মূল্য ৪৬ লাখ টাকা।

এই নিয়ে চলতি বছর মোট ১৫০ জন ব্যক্তিকে বোগোটা বিমানবন্দর থেকে মাদকসহ আটক করলো পুলিশ। এদের মধ্যে এক তৃতীয়াংশই বিদেশী।

কলম্বিয়া পুলিশ বলছে, আটক কানাডিয়ান নারীর বিরুদ্ধে মাদক চোরাচালান আইনে মামলা হবে। মামলায় দোষী সাব্যস্ত হলে পাঁচ থেকে আট বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৩
কেএইচ/বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।