ঢাকা: পূর্ব প্রতিশ্রুতি অনুসারে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ সিরিয়ার বিদ্রোহীদের কাছে অস্ত্র সরবরাহ শুরু করেছে। নাম না প্রকাশের শর্তে কয়েকজন বিদ্রোহী ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তা এ বিষয়টি নিশ্চিত করেছে।
এ ব্যাপারে যুক্তরাষ্ট্র বলছে, তারা সিরিয়ায় গৃহযুদ্ধ ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে অংশ নিতে চায় না তাই তারা বিদ্রোহীদের কাছে শুধু হালকা ধরনের অস্ত্র ও যুদ্ধোপকরণই সরবরাহ শুরু করছে।
অস্ত্র ছাড়াও যুক্তরাষ্ট্র বিদ্রোহীদের জন্য বাহন, অভ্যন্তরীণ যোগাযোগের সরঞ্জাম ও চিকিৎসা উপকরণ সরবরাহ করবে।
দেশটির এক কর্মকর্তা বলেছেন, এ নিয়ে আমরা বিতর্কে জড়াতে চাই না। এটা নিয়ে প্রকাশ্যে কথাও বলতে চাই না। ’
তিনি আরও জানান, অস্ত্রগুলো যুক্তরাষ্ট্রে তৈরি না হলেও, অস্ত্রগুলো আর্থিক অনুদান ও সংগঠনের ব্যাপারে সিআইএর ভূমিকা রয়েছে। দু’সপ্তাহ আগে থেকেই তারা বিদ্রোহীদের কাছে পৌঁছানোর চেষ্টা করছে।
তবে সিরিয়ার বিদ্রোহীরা যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র পাওয়ার ব্যাপারটি অস্বীকার করছে।
ফ্রি সিরিয়ান আর্মির মিডিয়া সমন্বয়কারী লাওয়ায় আল-মোকদাদ বলেছেন, ‘যদিও যুক্তরাষ্ট্রের প্রশাসন থেকে আমাদের অস্ত্র পাওয়ার ব্যাপারে একটি প্রতিশ্রুতি রয়েছে, কিন্তু এখন পর্যন্ত আমরা কোন অস্ত্র পাইনি। ’
তিনি আরও বলেন, ‘আমরা অন্যান্য কিছু রসদ সাহায্য পেয়েছি, কিন্তু কোন অস্ত্র পাইনি। তবে আমরা আশা করছি কয়েকদিনের মধ্যেই অস্ত্র পেয়ে যাবো। কেননা এ ব্যাপারে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় জোটভুক্ত দেশগুলো প্রতিশ্রুতি দিয়েছে তারা আমাদের সমর্থন দিবে এবং সাহায্য করবে।
বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৩/আপডেটেড: ১৭০৫ ঘণ্টা
কেএইচকিউ/আরআইএস