ঢাকা: সামরিক বাহিনীর চাকরি ছাড়ছেন যুক্তরাজ্যের প্রিন্স উইলিয়াম। রাজপ্রাসাদ কেনসিংটন প্যালেস কর্তৃপক্ষ ঘোষণা দিয়ে এ খবর জানিয়েছে।
মঙ্গলবার প্রিন্স রেসকিউ পাইলট হিসেবে তার সর্বশেষ শিফট পরিচালনা করেন। এর আগে সাত বছর সামরিক বাহিনীতে চাকরি করেন তিনি।
কেনসিংটন প্যালেসের এক মুখপাত্র জানান, এখন থেকে ডিউক অব কেমব্রিজ রাজকার্যে মনোনিবেশ করবেন। পাশাপাশি তিনি দাতব্য কর্মকাণ্ডেও যুক্ত হবেন।
আশা করা হচ্ছে ডিউক ও ডাচেস অব কেমব্রিজ এবং প্রিন্স জর্জ কয়েক সপ্তাহের মধ্যেই কেনসিংটন প্যালেসে উঠে যাবেন।
জানা গেছে, আগামী এক বছর প্রিন্স উইলিয়াম মধ্যবর্তী এক ধরনের সময় পারবেন। এ সময়ের মধ্যে তিনি রাজকার্যে নিযুক্ত হওয়ার জন্য নিজেকে ধীরে ধীরে প্রস্তুত করবেন।
প্যালেস সূত্রে আরও জানা যায়, ডাচেস অব কেমব্রিজ ক্যাথেরিনকে সঙ্গে নিয়ে প্রিন্স উইলিয়াম রাণি এলিজাবেথ ও রাজ পরিবারকে রাজকার্যে সাহায্য করবেন।
বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৩
কেএইচকিউ/আরআইএস